হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে ১৪ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে ডাকাতি, হত্যাসহ ১৪ মামলার আসামি জয়নাল আবেদীন ওরফে মিনুকে (৩৭) ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে তাঁকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল রোববার ভোররাতে উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের ইমামনগর এলাকার নিজ বসতঘর থেকে তাঁকে আটক করা হয়। 

জয়নাল আবেদীন ইমামনগর এলাকার মৃত সৈয়দুর রহমান ওরফে বাবলু ফকিরের ছেলে। 

বিষয়টির সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী মিনু মাদকসহ নিজ বসতঘরে অবস্থান করছেন বলে জানতে পারি। বিষয়টির সত্যতা যাচাইয়ে উপপরিদর্শক আমিনুলের নেতৃত্বে ভোররাতে মিনুর বাড়িতে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে পিছু ধাওয়া করে মিনুকে আটক করা হয়। পরে স্বীকারোক্তি অনুযায়ী তাঁর দেখানো স্থানে তল্লাশি চালিয়ে ৫০৪টি ইয়াবা উদ্ধার করা হয়। 

ওসি কামাল উদ্দিন বলেন, গ্রেপ্তার মিনু মাদক ব্যবসা, চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা ধরনের অপকর্মের সঙ্গে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিনু দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা চালিয়ে আসছেন বলে সত্যতা স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় ডাকাতি, হত্যা, চাঁদাবাজি, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের ঘটনায় ১৪টি মামলা রয়েছে। মাদক মামলা দায়েরের পর সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু