চট্টগ্রামের বঙ্গোপসাগরের উপকূলে ধরা পড়েছে ২৬৫ কেজি ওজনের বিশাল আকারের শাপলাপাতা মাছ। আজ সোমবার ভোরে মাছটি ধরা পড়েছে।
জানা যায়, আজ সোমবার ভোরে সাগরে বড়শি ফেলে মাছটি ধরেন আনোয়ারা উপজেলার বারশতের পারকি এলাকার বাসিন্দা দুই সহোদর মৎস্যজীবী দিল মোহাম্মদ ও রফিক। দুপুরে পারকি সমুদ্রসৈকত দিয়ে মাছটি পারকি বাজার আনা হলে স্থানীয় লোকজন সেটি দেখতে ভিড় করেন।
স্থানীয় ব্যবসায়ী নুরুল আনোয়ার বলেন, আজ ভোরে বঙ্গোপসাগরের কুতুবদিয়া উপকূলে দুই সহোদর বড়শি দিয়ে ২৬৫ কেজি ওজনের শাপলাপাতা মাছটি ধরেন। মাছটি ৬৫ হাজার টাকায় বিক্রি করেন তাঁরা।
মৎস্য কর্মকর্তা আরও বলেন, এ বিষয়ে আনোয়ারা উপকূলে প্রতি সপ্তাহে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়।