চাঁদপুরের মতলবে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটিতে ‘আত্মহত্যা’ বলে ধারণা করছে পুলিশ।
মৃত মো. ইসমাইল (২৪) উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের ঠেটালিয়া গ্রামের হান্নান ব্যাপারীর ছেলে।
আজ শুক্রবার ভোরে নিজের বাড়ি থেকেই তাঁর লাশ উদ্ধার করা হয় বলে মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক সানোয়ার হোসেন জানান।
আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার রাতে ‘প্রকৃতির ডাকে সাড়া দিতে’ ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেননি ইসমাইল। ভোরের দিকে তাঁর বাড়ির লোকজন বাড়ির পাশে আমড়াগাছে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্বজনেরা জানান, মাত্র চার দিন আগে উত্তর ফতেপুর গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে কাকলী আক্তারের সঙ্গে ইসমাইলের বিয়ে হয়।