হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিরাজের অপেক্ষায় ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী

সবুর শুভ, চট্টগ্রাম    

মো. মিরাজ। ছবি: সংগৃহীত

মো. মিরাজের পরিবারে চরম আর্থিক টানাপোড়েন। মা মেহেরুন নেসা অসুস্থ। স্ত্রী রেশমা আট মাসের সন্তান সম্ভবা। কয়েক দিন আগে দুল বিক্রি করে স্ত্রীকে চিকিৎসা করিয়েছেন। মাছ ধরার ট্রলারে স্টাফ হিসেবে কাজ করেন মিরাজ।

গত ২৪ নভেম্বর ভোরে মিরাজ এফ ভি মেঘনা-৫ ট্রলারে ওঠেন। ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক তাঁদের ট্রলার। ৮০ জন নাবিক-জেলের সঙ্গে তাঁকেও ধরে নিয়ে যাওয়া হয়েছে।

চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানা এলাকার ইছানগরে মিরাজের পরিবার ভাড়া বাসায় থাকে। সন্তান সম্ভবা হওয়ায় তাঁর স্ত্রী রেশমা বাপের বাড়িতে গেছেন। তাঁদের বাড়ি নোয়াখালীর রামগতিতে। মিরাজরা চার ভাই দুই বোন। ‘সন্তান দুনিয়াতে আসার আগে আর্থিক সচ্ছলতা নিয়ে ট্রলার থেকে ফিরবেন মিরাজ’ এমন বিশ্বাস নিয়ে অপেক্ষায় আছেন রেশমা। কিন্তু এর মধ্যে ঘটে গেল মিরাজকে আটকের ঘটনা।

মিরাজকে ভারতীয় কোস্টগার্ড ধরে নিয়ে যাওয়ার তথ্য তাঁর বড় ভাই মোহাম্মদ বেলাল মোবাইল ফোনে রেশমাকে জানিয়েছেন। রেশমা ওই কথা বিশ্বাস করেননি বলে জানান মোহাম্মদ বেলাল। তিনি বলেন, মিরাজ আমার ছোট ভাই। ঘটনার পর আমি রেশমাকে মোবাইল ফোনে জানিয়েছি। কিন্তু রেশমা বিশ্বাস করেনি। রেশমার বক্তব্য, ‘মিরাজ ঠিক সময়ে ফিরে আসবেন। তাঁর অনাগত সন্তানকে দেখার জন্য হলেও ফিরে আসবেন।’

মিরাজদের বাড়ি নোয়াখালীর রামগতি উপজেলায়। ১৮ বছর ধরে মিরাজ ও বেলাল চট্টগ্রামে থাকেন। মিরাজ বিয়ে করেছেন পাঁচ বছর আগে। মিরাজ ও রেশমা দম্পতির এক সন্তান দেড় বছর আগে জন্মের পরপরই মারা গেছে। গর্ভের সন্তান নিয়ে এই দম্পতির যত চিন্তা।

চট্টগ্রামের সামুদ্রিক মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, বাংলাদেশের অভ্যন্তরে সমুদ্রসীমায় মাছ ধরার সময় ৮০ জন জেলে-নাবিকসহ দুটি ট্রলার নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড। গত সোমবার সকাল ১০টার দিকে খুলনার হিরণ পয়েন্টের অদূরে এই ঘটনা ঘটে। এসআর ফিশিংয়ের মালিকানাধীন এফভি লায়লা-২ ও সিঅ্যান্ডএ অ্যাগ্রোর মালিকানাধীন এফবি মেঘনা-৫ বাংলাদেশের অভ্যন্তরে মাছ ধরার সময় তাঁদেরকে ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। এ সময় দুই ট্রলারে ৮০ জন জেলে ও নাবিক ছিলেন। এর মধ্যে এফ ভি মেঘনা-৫-এ স্টাফ হিসেবে ছিলেন মো. মিরাজ।

এ বিষয়ে মো. বেলাল বলেন, আমার মা অসুস্থ। ছোট ভাই মিরাজের স্ত্রীও সন্তান সম্ভবা হওয়ায় এ সময় মিরাজের খুব প্রয়োজন ছিল। আমি ভাইকে ফেরত চাই।

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি