চাঁদপুরের মতলব উত্তরে সড়ক দুর্ঘটনায় আহত মো. মাহবুব হোসেন (৪৫) মারা গেছেন। আজ রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় আহত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
অটোরিকশার লাইনম্যান ইউসুফ পাহাড় এই তথ্য নিশ্চিত করেছেন। গতকাল শনিবার উপজেলার উত্তর লুধুয়া মোড় সংলগ্ন মেইন রোডে মালবাহী কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মাহবুব গুরুতর আহত হন।
মাহবুব হোসেনের চাচাতো ভাই পারভেজ পাটোয়ারী বলেন, অটোরিকশাটি ছেংগারচর থেকে লুধুয়ার পর অপর দিক থেকে আসা মালবাহী কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে মাহবুব গুরুতর জখম হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ তাঁর মৃত্যু হয়।
এদিকে মাহবুব হোসেনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাঁর ছয় বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। মাহবুবকে হারিয়ে তাঁর স্ত্রী পাগলপ্রায়।