হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় ১৪ হাজার পিস ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মোটরসাইকেল চালিয়ে ঢাকায় যাওয়ার পথে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রামের এক পুলিশ সদস্য। গ্রেপ্তার ওই পুলিশ সদস্যের নাম আজমীর হোসেন। তাঁর কাছ থেকে ১৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। গতকাল সোমবার রাতে কুমিল্লা জেলার দাউদিকান্দি থানার টোল প্লাজা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

জানা গেছে, অভিযুক্ত কনস্টেবল আজমীর হোসেনের বাড়ি বাগেরহাট জেলার চিতলমারীতে। 

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদ উজ্জামান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পুলিশ সদস্য আজমীর হোসেনের কাছ থেকে ১৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। তিনি বলিরহাট পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।’ 

এর আগে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘কুমিল্লা ডিবি পুলিশের একটি টিম পুলিশ সদস্য আজমীরকে প্রথমে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন। পরে চট্টগ্রামে বাকলিয়া বাসা থেকে আরও চার হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এই ঘটনায় একটি মামলা হয়েছে।’ 

পুলিশ জানিয়েছে, একটি নম্বরবিহীন মোটরসাইকেলে করে বিপুল পরিমাণের এসব ইয়াবা ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। তদন্তের পর ঘটনার বিস্তারিত জানা যাবে।   

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল