হোম > সারা দেশ > চট্টগ্রাম

প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের টাকা আ.লীগ কর্মীর চিকিৎসায় দিল ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

গত ৪ ডিসেম্বর চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড ময়দানে প্রধানমন্ত্রীর জনসভায় নেত্রীকে দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন স্থানীয় আওয়ামী লীগের প্রবীণ কর্মী জানে আলম (৮০)। এরপর দীর্ঘদিন থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডের ৬২ নম্বর বেডে শুয়ে চিকিৎসা নিচ্ছেন তিনি।

তাঁর পায়ে দুটি অস্ত্রোপচার হয়েছে। আরও একটি অপারেশন করাতে হবে। এমন পরিস্থিতিতে আর্থিক অসচ্ছলতার মধ্যে চিকিৎসা ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছে নগরের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের এই প্রবীণ কর্মীর পরিবার। তাঁর এই অবস্থার কথা শুনে পাশে দাঁড়ায় ছাত্রলীগ। ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের সব টাকা দিয়ে তাঁকে সহায়তা করেছে নগরের পাঁচলাইশ থানা ছাত্রলীগ। 

পাঁচলাইশ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন রবিন বলেন, ‘ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রঙিন বেলুন উড়িয়ে কেক কেটে সহযোদ্ধা ও কর্মীদের সঙ্গে আনন্দ করার ইচ্ছে আমারও ছিল। আমরা সবাই মিলে এভাবে প্রস্তুতি নিয়ে এগোচ্ছিলাম। এর মাঝেই শুনতে পাই, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন প্রবীণ আওয়ামী লীগ কর্মী জানে আলম। যিনি গত ৪ ডিসেম্বর নগরের পলোগ্রাউন্ড ময়দানে প্রধানমন্ত্রীর জনসভায় নেত্রীকে দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন। তাই আনন্দ উদ্‌যাপনের সব টাকা ওনাকে দিয়ে এসেছি। যাতে ওনার চিকিৎসা ব্যয়ে সহযোগিতা হয়।’

বিষয়টিকে ইতিবাচক ও ছাত্রলীগের নিয়মিত ভালো কাজের অংশ মন্তব্য করে নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু বলেন, ‘মানবকল্যাণে, জাতির দুর্যোগে শক্ত হাতে আপসহীন ভাবনায় এগিয়ে যাওয়ার নামই ছাত্রলীগ। রবিনের এমন কর্মকাণ্ড তারই ইঙ্গিত দেয়।’ 

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি