কক্সবাজারের উখিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর নাম রওশন আরা (৩৮)। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ নিয়ে ওই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।
জানা গেছে, মারা যাওয়া রওশন আরা উপজেলার রাজাপালং ইউনিয়নের পশ্চিম কুতুপালং এলাকার বাসিন্দা ছিলেন।
এর আগে একই ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন পশ্চিম কুতুপালং এলাকার বাসিন্দা আবদুল্লাহ আল মামুন (৪৫), তাঁর বোন শাহিনা বেগম (৩৮) ও চাচাতো ভাই আবদুল মান্নান (৩৬)। নিহত রওশন আরা আবদুল মান্নানের বোন। নিহত ব্যক্তিরা চাচাতো ভাই–বোন।
রাজাপালং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য হেলাল উদ্দিন বলেন, ভিটে জমি নিয়ে চাচাতো ভাই–বোনদের মধ্যে বিরোধ চলছিল। গত রোববার সকালে বিরোধপূর্ণ ভিটায় দেয়াল নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে ওই দিন তিনজন নিহত হন। আহত হন চারজন। তাঁদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন বলেন, জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় দুই পরিবারের পক্ষ থেকে পৃথকভাবে দুটি মামলা হয়েছে। গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া নারীর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।