হোম > সারা দেশ > খাগড়াছড়ি

খাগড়াছড়ির দুই সীমান্তে ১৫ জনকে পুশ ইন বিএসএফের

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি 

পানছড়ি উপজেলার কচুছড়ি সীমান্তে ছয়জনকে আটক করা হয়। ছবি: আজকের পত্রিকা

খাগড়াছড়ি জেলার পানছড়ি ও মাটিরাঙ্গা উপজেলার সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বৃহস্পতিবার সকালে পানছড়ি উপজেলার কচুছড়ি সীমান্তে টহল দেওয়ার সময়ে ৩ বিজিবির সুবেদার মো. দেলোয়ারের নেতৃত্বে ছয়জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে একজন পুরুষ ও পাঁচজন নারী। এই রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতরা সীমান্ত ক্যাম্প কচুছড়িতে আছে।

পলাশপুর ৪০ বিজিবির শান্তিপুর বিওপির হাতে আটককৃতরা। ছবি: সংগৃহীত

আটককৃতদের সঙ্গে বলে জানা গেছে, ভারতীয় সীমান্ত এলাকা ওয়াইনথং থেকে তাদের পাঠানো হয়েছে। প্রায় তিন ঘণ্টা হাঁটার পর তারা কচুছড়ি এলাকায় পৌঁছে। এদিকে একই দিন সকালে বিএসএফ ১১৪ ব্যাটালিয়নের অধীন হরি বিএসএফ ক্যাম্পের সদস্যরা ৯ জনকে মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর এলাকা দিয়ে পুশ ইন করে। পরে পলাশপুর ৪০ বিজিবির শান্তিপুর বিওপি তাদের আটক করে। বর্তমানে আটককৃতরা মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর বাজার যাত্রীছাউনিতে পলাশপুর ৪০ বিজিবির অধীন শান্তিপুর বিওপির হেফাজতে রয়েছে।

উল্লেখ্য, গত ৭ মে প্রথমবার পানছড়ি ও মাটিরাঙ্গা উপজেলার তিনটি সীমান্ত দিয়ে ১০২ জনকে পুশ ইন করে ভারত। গত ২৬ মে তারিখে পানছড়ির ঘিলাতলী সীমান্তে ১২ জন এবং ১৯ জুন মাটিরাঙ্গা সীমান্তে ১৩ জনসহ এ পর্যন্ত ১৬০ জনকে পুশ ইন করেছে বিএসএফ।

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের