হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় জুনায়েদ মিয়া (২৬) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার দুপুরে সৌদি আরবের দাম্মাম শহরে সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। আজ সোমবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিহতের মামা শামীম সরকার।

নিহত জুনায়েদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রুটি গ্ৰামে। তাঁর বাবার নাম হামিদুল ইসলাম। 

স্বজনেরা জানান, এক বছর আগে জীবিকার তাগিদে জুনায়েদ সৌদি আরবে যান। সেখানে তিনি বলদিয়া কোম্পানির গাড়ির সহকারী ছিলেন। গতকাল রোববার দুপুরে দাম্মাম শহরে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। তাতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। তাঁর লাশ দাম্মাম শহরের একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। এ ঘটনায় চালক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সফিকুল ইসলাম বলেন, ‘জীবিকার তাগিদে বিদেশে গিয়ে জুনায়েদ মিয়াকে এমন মৃত্যুর শিকার হতে হলো। বিষয়টি তাঁর পরিবারের জন্য খুবই বেদনার। ইউপি চেয়ারম্যান হিসেবে পরিবারের পাশে থাকব। লাশ দেশে আনতে সরকারের সহযোগিতা প্রয়োজন।’ 

এ বিষয়ে জানতে চাইলে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি শুনেছি। তবে পরিবারের পক্ষ থেকে কেউ আমাদের বিষয়টি জানায়নি। খোঁজ নিয়ে প্রবাসীর লাশ দেশে আনতে আমরা প্রয়োজনীয় আইনি সহায়তা নিশ্চিত করব।’

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির