হোম > সারা দেশ > কক্সবাজার

জাহাজে চুরির প্রস্তুতিকালে আটক, জেলে দাবি সহকর্মীদের

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের কুতুবদিয়ায় নৌবাহিনীর হাতে আটক ১৭ জনের মুক্তির দাবিতে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের কুতুবদিয়ায় বিদেশি জাহাজে চুরির প্রস্তুতির অভিযোগে আটক ১৭ জনকে জেলে বলে দাবি করেছেন তাঁদের সহকর্মীরা। তাঁরা এ আটকের প্রতিবাদে মানববন্ধন করেছেন।

আজ শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করে অমজাখালী বোট মালিক সমিতি ও মাঝিমাল্লা সমিতি।

বিদেশি জাহাজের মালপত্র চুরির প্রস্তুতি নিচ্ছে, এমন অভিযোগে সাগরে টহলরত নৌবাহিনীর সদস্যরা গত বুধবার ১৭ জনকে আটক করে পতেঙ্গা থানায় হস্তান্তর করেন। তাঁদের মধ্যে আছেন উপজেলার বড়ঘোপ দক্ষিণ অমজাখালীর আব্দু শুক্কুরের মালিকানাধীন এফবি আল্লাহ মালিক ফিশিং বোটের সাতজন, একই এলাকার আলতাজ হোসেনের এফবি মায়ের দোয়া ফিশিং বোটের সাতজন এবং কৈয়ারবিলের একটি টেম্পো বোটের তিনজন জেলে।

এর প্রতিবাদে আজ বেলা ১১টার দিকে ৫ শতাধিক জেলে ও তাঁদের পরিবারের সদস্যরা মানববন্ধন, বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করেন। এ সময় কুতুবদিয়া মৎস্যজীবী ফেডারেশনের সভাপতি আবুল কালাম, ছাত্রনেতা আলী ওসমান, মাহমুদুল করিম প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা দাবি করেন, আটক জেলেরা নিরীহ মৎস্যজীবী। তাঁদের বিরুদ্ধে চুরি, ডাকাতির মতো কোনো অভিযোগ নেই। তাঁরা নিবন্ধিত ও জেলে সমিতির সদস্য। তাঁদের অন্যায়ভাবে আটক করা হয়েছে। বক্তারা অবিলম্বে আটক ১৭ জেলের মুক্তি দাবি করেন।

সংবাদ সম্মেলন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

জেসিআই বাংলাদেশের ডেপুটি প্রেসিডেন্ট শান শাহেদ

সুন্দরবনে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু