হোম > সারা দেশ > কক্সবাজার

‘পুলিশি হয়রানি থেকে বাঁচতে’ দুই ছেলেকে পুলিশে দিলেন মা-বাবা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার শহরের ঝাউতলায় এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত মামলার ঘটনায় দুই ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন বাবা-মা। তাঁরা দুজনই ব্যবসায়ী সাইফুল ইসলাম রিগ্যানকে ছুরিকাঘাতে মামলার এজাহারভুক্ত আসামি। সোমবার দিবাগত রাত ২টার দিকে জেলার পশ্চিম নতুন বাহারছড়া এলাকার মো. ইউসুফ হোসেন ও আলেয়া বেগম দম্পতি এ ঘটনা ঘটিয়েছেন।

ঘটনার অভিযুক্ত আসামি ও ইউসুফ-আলেয়া দম্পতির সন্তানেরা হলেন শিহাব উদ্দিন (২১) ও মোহাম্মদ আবির হোসেন শামস (১৬)। 

জানা যায়, গত ৮ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের ঝাউতলা গাড়ির মাঠ এলাকায় দুই দল যুবকের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মো. সাইফুল ইসলাম রিগ্যান নামে একজন ব্যাটারি ব্যবসায়ী ছুরিকাঘাতে আহত হন। এই ঘটনায় রিগ্যানের বাবা আবুল হাসেম বাদী হয়ে সদর মডেল থানায় ৬ জনের নাম উল্লেখ করে ও আরও ৫-৬ জনকে অজ্ঞাত আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় ৩ ও ৪ নম্বর আসামি হলেন এই দুই সহোদর।

অভিযুক্তের বাবা ইউসুফ বলেন, ‘এ ঘটনার সঙ্গে আমার দুই ছেলে জড়িত নয়। ঘটনার সময় তাঁরা দুজনই বাড়িতে ছিল। এরপরও আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ও পুলিশি হয়রানি থেকে বাঁচতে তাদের পুলিশের হাতে তুলে দিয়েছি।’

এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আবদুল হালিম আজকের পত্রিকাকে বলেন, ‘গত রাতে বাড়ি থেকে শিহাব ও শামসকে গ্রেপ্তার করা হয়। ব্যবসায়ী রিগ্যানকে ছুরিকাঘাতের মামলায় আজ বিকেলে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।’

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু