হোম > সারা দেশ > চাঁদপুর

সেতুর টোল আদায় বন্ধে শিক্ষার্থীদের স্মারকলিপি

চাঁদপুর প্রতিনিধি

নির্মাণের ১৯ বছর পার হলেও বন্ধ হয়নি চাঁদপুর সেতুর টোল আদায় কার্যক্রম। টোল বন্ধের দাবিতে এখন পর্যন্ত বিক্ষোভ করেছেন সেতু ব্যবহারকারী যানবাহন চালকেরা। এবার পুরোপুরি টোল বন্ধের দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের কাছে শিক্ষার্থীরা স্মারকলিপি দেন।

এদিকে একই সময় চাঁদপুর সেতুর টোল আদায় বন্ধের দাবিতে পরিবহন শ্রমিকনেতারাও স্মারকলিপি দিয়েছেন প্রশাসনকে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, আন্দোলনের অন্যতম উদ্দেশ্য ছিল দেশের চলমান অনিয়ম সংস্কার করা। প্রায় দুই দশক আগে ডাকাতিয়া নদীর ওপরে ১৮ কোটি ১২ লাখ টাকা ব্যয় করে ‘চাঁদপুর সেতু’ নির্মাণ করা হয়। এযাবৎকাল নির্মাণব্যয়ের অধিক পরিমাণ রাজস্ব আয় করে সরকার। কিন্তু টোল আদায় স্থায়ীভাবে বন্ধ করার কোনো প্রয়াস দেখা যাচ্ছে না।

তাঁরা আরও জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতা চাঁদপুর জেলায় দীর্ঘদিনের গণমানুষের দাবির পরিপ্রেক্ষিতে ‘চাঁদপুর সেতুর’ চলমান টোল আদায় এবং ইজারা স্থায়ীভাবে বন্ধ করার দাবি জানাচ্ছে। টোল আদায় বন্ধ না হলে আমাদের চলমান আন্দোলন চলতে থাকবে। প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের