হোম > সারা দেশ > চাঁদপুর

সেতুর টোল আদায় বন্ধে শিক্ষার্থীদের স্মারকলিপি

চাঁদপুর প্রতিনিধি

নির্মাণের ১৯ বছর পার হলেও বন্ধ হয়নি চাঁদপুর সেতুর টোল আদায় কার্যক্রম। টোল বন্ধের দাবিতে এখন পর্যন্ত বিক্ষোভ করেছেন সেতু ব্যবহারকারী যানবাহন চালকেরা। এবার পুরোপুরি টোল বন্ধের দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের কাছে শিক্ষার্থীরা স্মারকলিপি দেন।

এদিকে একই সময় চাঁদপুর সেতুর টোল আদায় বন্ধের দাবিতে পরিবহন শ্রমিকনেতারাও স্মারকলিপি দিয়েছেন প্রশাসনকে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, আন্দোলনের অন্যতম উদ্দেশ্য ছিল দেশের চলমান অনিয়ম সংস্কার করা। প্রায় দুই দশক আগে ডাকাতিয়া নদীর ওপরে ১৮ কোটি ১২ লাখ টাকা ব্যয় করে ‘চাঁদপুর সেতু’ নির্মাণ করা হয়। এযাবৎকাল নির্মাণব্যয়ের অধিক পরিমাণ রাজস্ব আয় করে সরকার। কিন্তু টোল আদায় স্থায়ীভাবে বন্ধ করার কোনো প্রয়াস দেখা যাচ্ছে না।

তাঁরা আরও জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতা চাঁদপুর জেলায় দীর্ঘদিনের গণমানুষের দাবির পরিপ্রেক্ষিতে ‘চাঁদপুর সেতুর’ চলমান টোল আদায় এবং ইজারা স্থায়ীভাবে বন্ধ করার দাবি জানাচ্ছে। টোল আদায় বন্ধ না হলে আমাদের চলমান আন্দোলন চলতে থাকবে। প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত