হোম > সারা দেশ > কক্সবাজার

রোহিঙ্গা শিবিরে যুবককে তুলে নিয়ে গুলি করে হত্যা

কক্সবাজার প্রতিনিধি

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরে মোহাম্মদ মাহবুব ওরফে হাফেজ মাহবুব (২৭) নামের এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ১২ নম্বর আশ্রয় শিবিরের জি-৭ ব্লকে এ ঘটনা ঘটেছে। 

নিহত মোহাম্মদ মাহবুব উখিয়ার ময়নারঘোনা ১৯ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের ডি-৯ ব্লকের সৈয়দ আমিনের ছেলে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

স্থানীয় রোহিঙ্গাদের বরাতে ওসি বলেন, সন্ধ্যায় বালুখালী ১২ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের জি-৭ ব্লকে কতিপয় স্থানীয়দের সঙ্গে আলাপ করছিলেন মোহাম্মদ মাহবুব। একপর্যায়ে ৫-৭ জনের মুখোশ পরা একদল দুষ্কৃতকারী তাকে তুলে নিয়ে যায়। এরপর মাহবুবকে কিছু দূর নেওয়ার পর বুকে দুটি গুলি করে। 

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আশ্রয়শিবির সংলগ্ন এমএসএফ হাসপাতালে ও পরে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, প্রাথমিক ধারণা করা হচ্ছে রোহিঙ্গা শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটেছে। ঘটনা তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে চার দিনের ব্যবধানে তিন রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করা হলো।

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক