হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাজেকে ঝরনায় আটকে পড়া পর্যটককে উদ্ধার করল পুলিশ

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন খ্যাত নগরী সাজেকে ঝরনা দেখতে এসে অসুস্থ হয়ে আটকে পড়া পর্যটককে উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে তাঁকে উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রাজধানী ঢাকা থেকে বেড়াতে আসা সাতজনের একটি পর্যটক দল গতকাল সকালে সাজেক ভ্যালীর সিকাম তৈসা ঝরনার সৌন্দর্য উপভোগ করতে আসেন। তাঁরা সাজেকের পাহাড় থেকে ২ হাজার ২০০ ফুট নিচে চলে যান। এরপর পর্যটক দলের সদস্য মো. শারজিল আহমেদ খান (৩৩) হঠাৎ ঝরনার নিচে অসুস্থ হয়ে আটকা পড়েন। আটকে পড়া সদস্যকে উদ্ধার করতে তাঁর বাকি সঙ্গীরা ব্যর্থ হন।

এরপর ওই দলের এক সদস্য জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে বিষয়টি সম্পর্কে অবহিত করেন। পরে রাঙামাটি পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেনের নির্দেশে একদল পুলিশ সদস্য আটকে পড়া পর্যটককে উদ্ধার করে সাজেকের প্যারাগন রিসোর্টে নিয়ে আসেন।

এ বিষয়ে সাজেক ভ্যালীর পুলিশ ক্যাম্পের আইসি উপপরিদর্শক (এসআই) মো. মুশফিক বলেন, ‘পর্যটক যেখানে আটকা পড়েছিলেন, সেখানে কোনো মানুষের বসবাস নেই। এসপি স্যারের নির্দেশে আমরা সাজেক ভ্যালী পুলিশ ক্যাম্পের একটি দল ঘটনাস্থলে যাই। পরে আটকে পড়া পর্যটককে উদ্ধার করে সাজেকের কটেজে নিয়ে আসি।’ 

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা