হোম > সারা দেশ > চট্টগ্রাম

ইউপি সদস্য পদে নির্বাচন করায় প্রার্থী এলাকা ছাড়া

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ডে ইউনিয়ন পরিষদের সদস্য পদে নির্বাচনে অংশ নেওয়ায় এক প্রার্থীকে প্রায় অর্ধশত কর্মী–সমর্থকসহ এলাকাছাড়া করার পর প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। আজ রোববার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভাটিয়ারি ৮ নম্বর ওয়ার্ডের নির্বাচনের প্রার্থী মামুনুর রশীদ পাভেল এ অভিযোগ তোলেন। 

সংবাদ সম্মেলনে পাভেল বলেন, ‘আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে স্থানীয় নেতাকর্মীদের অনুরোধে ইউপি সদস্য পদে নির্বাচনে অংশ নিই। কিন্তু প্রার্থী হওয়ার পর থেকেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলমগীর হোসেন মাসুমের অনুসারীরা আমার পোস্টার-ব্যানার ছিঁড়ে কর্মী সমর্থকদের ওপর হামলা শুরু করেন। নির্বাচন কমিশনে এ বিষয়ে অভিযোগ দিলেও নির্বাচনের দিন বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে আমার কর্মী সমর্থকদের ঘর–বাড়ি ভাঙচুর, প্রাণনাশের হুমকিসহ ২৪ ঘণ্টার মধ্যে এলাকা ছাড়ার হুমকি দেন। তাদের হুমকির কারণে আমি ও আমার প্রায় ৪০ জন কর্মী–সমর্থক ঘরের বাইরে দিন কাটাচ্ছে। 

সংবাদ সম্মেলনে ৮ নম্বর ওয়ার্ডে পুনরায় তফসিল ঘোষণা করে নির্বাচনের দাবি তোলেন পাভেলসহ দুই প্রার্থী। অপর প্রার্থী জাহাঙ্গীর আলম বলেন, সব ওয়ার্ডে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হলেও একজন ব্যক্তির কারণে ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারেননি। এ অবস্থায় সন্ত্রাসীদের গ্রেপ্তার করে পুনরায় নির্বাচনের দাবি তুলছি। 

সংবাদ সম্মেলনে নেতাকর্মীদের হামলার বিভিন্ন তথ্যপ্রমাণযুক্ত ছবি প্রদর্শন করেন দুই প্রার্থী। 

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল