হোম > সারা দেশ > চট্টগ্রাম

লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নগরীর আমবাগান এলাকা থেকে ১ লাখ টাকার জাল নোটসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে খুলশী থানাধীন আমবাগান এলাকায় ওয়াদুদ হোটেলের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ভুজপুর থানার গড়াভাঙ্গা গ্রামের আব্দুল মালেকের ছেলে মো. হেলাল (২২) ও বায়েজিদ থানাধীন রৌফাবাদ এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মো. মহিউদ্দিন (২১)। 

অভিযান পরিচালনাকারী খুলশী থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বাজারে ছড়ানোর উদ্দেশ্যে বিপুল পরিমাণের এসব জাল টাকা বায়েজিদ থেকে আনা হয়েছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে বিপুল জাল নোটসহ আসামিদের গ্রেপ্তার করা হয়। উপপরিদর্শক নুরুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা এর আগেও জাল নোট বাজারে লেনদেন করেছে বলে স্বীকার করেছেন। 

নুরুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদে তাঁরা জাল নোটের সাতটি লেনদেনের কথা আমাদের জানিয়েছেন। পরবর্তী তদন্তে এসবের বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করা হবে। এই ঘটনায় মামলার পর আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি। 

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

‘চিকিৎসা না পেয়ে’ গর্ভের সন্তানের মৃত্যু: চট্টগ্রামে ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা রীতিমতো অবান্তর: চবির উপ-উপাচার্য

ফুটপাতে দোকান চালানো নিয়ে দ্বন্দ্ব, ভাড়াটে খুনি দিয়ে হকারকে হত্যা

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর