হোম > সারা দেশ > চট্টগ্রাম

লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নগরীর আমবাগান এলাকা থেকে ১ লাখ টাকার জাল নোটসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে খুলশী থানাধীন আমবাগান এলাকায় ওয়াদুদ হোটেলের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ভুজপুর থানার গড়াভাঙ্গা গ্রামের আব্দুল মালেকের ছেলে মো. হেলাল (২২) ও বায়েজিদ থানাধীন রৌফাবাদ এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মো. মহিউদ্দিন (২১)। 

অভিযান পরিচালনাকারী খুলশী থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বাজারে ছড়ানোর উদ্দেশ্যে বিপুল পরিমাণের এসব জাল টাকা বায়েজিদ থেকে আনা হয়েছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে বিপুল জাল নোটসহ আসামিদের গ্রেপ্তার করা হয়। উপপরিদর্শক নুরুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা এর আগেও জাল নোট বাজারে লেনদেন করেছে বলে স্বীকার করেছেন। 

নুরুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদে তাঁরা জাল নোটের সাতটি লেনদেনের কথা আমাদের জানিয়েছেন। পরবর্তী তদন্তে এসবের বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করা হবে। এই ঘটনায় মামলার পর আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি। 

চট্টগ্রাম-৬: বিএনপির প্রার্থীরা কোটিপতি, জামায়াত প্রার্থীর নগদ টাকা নেই

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪