হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

প্রার্থিতা প্রত্যাহার না করায় হামলা ও মারধরের অভিযোগ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে এক ইউপি সদস্য প্রার্থীর ভাইয়ের বাড়িতে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। ওই ওয়ার্ডের সদস্য প্রার্থী তাজল ইসলাম মনোনয়নপত্র প্রত্যাহার না করায় অপর প্রার্থী জাফর আহাম্মদ চৌকিদারের ভাই গোলাপ হোসেনের নেতৃত্বে ৮/১০ জন যুবক এ সশস্ত্র হামলা করে।

গতকাল বুধবার রাতে উপজেলার দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের দক্ষিণ গাইয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে।

সদস্য প্রার্থী তাজল ইসলাম বলেন, ‘কয়েক দিন ধরে প্রার্থিতা প্রত্যাহারের জন্য জাফর আহাম্মদ চৌকিদার ২০-২৫ বার লোকজন নিয়ে এসে হুমকি দিয়ে যায়। আতঙ্কে বাড়ি ছেড়ে যাই। বুধবার রাত প্রায় ১০টার দিকে আমার ভাই মমিনুল বাজার থেকে ফেরার পথে তাকে মারধর করে গায়ের জামা ছিঁড়ে ফেলে। এ ছাড়া হামলা করা হয় মফিজুল ইসলামের বাড়িতে। বাড়ির গেটে ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপানো হয়।’

অভিযোগের বিষয়ে জাফর আহাম্মদ চৌকিদার বলেন, ‘কে বা কারা হামলা ও মারধরের ঘটনা ঘটিয়েছে তা আমার জানা নেই। আমার ভাই বা আমি এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত নই। তাজল ইসলাম হঠাৎ করে এসে প্রার্থিতা ঘোষণা করে আমাকে ক্ষতিগ্রস্ত করতে চাচ্ছে। তাঁকে প্রত্যাহারের জন্য অনুরোধ করা হলেও তিনি তা শোনেননি।’ 

হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই শিমুল বড়ুয়া বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলা হয়েছে। তাঁরা লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

উল্লেখ্য, ২৮ নভেম্বর রায়পুরের ১০টি ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে।

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার