হোম > সারা দেশ > কক্সবাজার

রোহিঙ্গা শিবিরে অস্ত্রের কারখানায় র‍্যাবের অভিযান, আটক ৩ 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‍্যাব। আজ সোমবার ভোরে উপজেলার কুতুপালং রোহিঙ্গা শিবিরের ওই কারখানায় অভিযান চালায় র‍্যাব-১৫। অভিযানে ১০টি দেশীয় তৈরি অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে র‍্যাব। 

এ ছাড়া অস্ত্র তৈরির কারিগর কুতুপালং রোহিঙ্গা শিবিরের সি ব্লকের বাইতুল্লাহ (১৯), তাঁর ভাই হাবিব উল্লাহ (৩২) ও একই ক্যাম্পের জি ব্লকের মোহাম্মদ হাছুনকে (২৪) আটক করে র‍্যাব। 

অভিযানের সত্যতা নিশ্চিত করে কক্সবাজার র‍্যাব-১৫ এর উপ-অধিনায়ক তানভীর হাসান বলেন, রোহিঙ্গা সন্ত্রাসীরা ক্যাম্প-৪ এর এক্সটেনশন সংলগ্ন পাহাড়ে অস্ত্র কারখানা গড়ে তুলেছে। এই খবর পেয়ে র‍্যাবের একটি দল সেখানে অভিযানে যায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়েই সন্ত্রাসীরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় র‍্যাব ও পাল্টা গুলি চালায়। 

তানভীর হাসান জানান, আজ সোমবার সকাল ৭টা পর্যন্ত প্রায় চার ঘণ্টা সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি হয়। এরপর ঘটনাস্থল থেকে ১০টি আগ্নেয়াস্ত্রসহ তিন রোহিঙ্গা অস্ত্র কারিগরকে আটক করা হয়েছে। 

তবে এ ঘটনায় এখনো হতাহতের ঘটনা নিশ্চিত করা হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী ওই এলাকায় এখনো তল্লাশি চালাচ্ছে বলে জানা গেছে। 

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার