হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে থানা লুটের অস্ত্র-গুলি দিয়ে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে পাহাড়তলীতে থানা থেকে লুটের অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার যুবকেরা। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পাহাড়তলীতে থানা থেকে লুটের অস্ত্র ও গুলি দিয়ে ডাকাতি প্রস্তুতিকালে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী জেলেপাড়া পিসি রোড ও নোয়াপাড়ায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গতকাল মঙ্গলবার রাতে ও আজ বুধবার এই অভিযান চালানো হয়। গ্রেপ্তার যুবকেরা হলেন পারভেজ (২৫) ও রিয়াজুর রহমান মুরাদ (২২)।

আজ বিকেলে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া বলেন, জেলেপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যাওয়ার সময় একজনকে গ্রেপ্তার করা হয়। যাঁকে গ্রেপ্তার করা হয়েছে, তাঁর কাছে থাকা ব্যাগে একটি রিভলবার, পাঁচটি গুলি ও ছুরি পাওয়া যায়। পরে অভিযানে আরও একজন গ্রেপ্তার হন।

হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া বলেন, অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে নির্জন স্থানে পথচারী ও অটোরিকশার চালকদের ভয়ভীতি দেখিয়ে ছিনতাই-ডাকাতি করতেন। এ ছাড়া তাঁরা পতেঙ্গা সৈকতে বেড়াতে আসা পর্যটক, চট্টগ্রাম বন্দর থেকে লরি, ট্রাক, কাভার্ড ভ্যান টার্গেট করে ছিনতাই ও ডাকাতিতেও জড়িত।

উদ্ধার রিভলবার ও গুলি গত ৫ আগস্ট পাহাড়তলী থানা থেকে লুট করা হয়েছে বলে গ্রেপ্তার ব্যক্তিরা পুলিশের কাছে স্বীকার করেছেন।

পুলিশ বলেছে, ডাকাতির প্রস্তুতি ও থানা থেকে লুটের অস্ত্র উদ্ধারের ঘটনায় পাহাড়তলী থানায় একটি মামলা করা হয়েছে।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল