হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে থানা লুটের অস্ত্র-গুলি দিয়ে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে পাহাড়তলীতে থানা থেকে লুটের অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার যুবকেরা। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পাহাড়তলীতে থানা থেকে লুটের অস্ত্র ও গুলি দিয়ে ডাকাতি প্রস্তুতিকালে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী জেলেপাড়া পিসি রোড ও নোয়াপাড়ায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গতকাল মঙ্গলবার রাতে ও আজ বুধবার এই অভিযান চালানো হয়। গ্রেপ্তার যুবকেরা হলেন পারভেজ (২৫) ও রিয়াজুর রহমান মুরাদ (২২)।

আজ বিকেলে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া বলেন, জেলেপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যাওয়ার সময় একজনকে গ্রেপ্তার করা হয়। যাঁকে গ্রেপ্তার করা হয়েছে, তাঁর কাছে থাকা ব্যাগে একটি রিভলবার, পাঁচটি গুলি ও ছুরি পাওয়া যায়। পরে অভিযানে আরও একজন গ্রেপ্তার হন।

হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া বলেন, অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে নির্জন স্থানে পথচারী ও অটোরিকশার চালকদের ভয়ভীতি দেখিয়ে ছিনতাই-ডাকাতি করতেন। এ ছাড়া তাঁরা পতেঙ্গা সৈকতে বেড়াতে আসা পর্যটক, চট্টগ্রাম বন্দর থেকে লরি, ট্রাক, কাভার্ড ভ্যান টার্গেট করে ছিনতাই ও ডাকাতিতেও জড়িত।

উদ্ধার রিভলবার ও গুলি গত ৫ আগস্ট পাহাড়তলী থানা থেকে লুট করা হয়েছে বলে গ্রেপ্তার ব্যক্তিরা পুলিশের কাছে স্বীকার করেছেন।

পুলিশ বলেছে, ডাকাতির প্রস্তুতি ও থানা থেকে লুটের অস্ত্র উদ্ধারের ঘটনায় পাহাড়তলী থানায় একটি মামলা করা হয়েছে।

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫