হোম > সারা দেশ > কক্সবাজার

চকরিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার ১১ ঘণ্টা পর আরিফুল ইসলাম নিশু (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

এর আগে রোববার (১১ ডিসেম্বর) রাত ৮টার দিকে চকরিয়া পৌরশহরের মৌলভীরকুম বাজারে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে চাঁদের গাড়ির ধাক্কায় আহত হয়।

আরিফুল ইসলাম নিশু ফাঁসিয়াখালী ইউনিয়নের পশ্চিম সিকদারপাড়া গ্রামের নাজেম উদ্দিনের ছেলে। সে ওই ইউনিয়নের রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী দিত। 

ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী বলেন, ‘মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল নিশু। এ সময় মগবাজার-মৌলভীরকুম সড়ক দিয়ে মহাসড়কে ওঠার সময় দ্রুত গতির একটি চাঁদের গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় তাকে চকরিয়া প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেকে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থা মারা যায়। পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।’ 

চিরিংগা হাইওয়ে থানার পরিদর্শক মুর্শেদুল আলম ভূঁইয়া বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থী চমেকে মারা গেছে শুনেছি। লাশ পারিবারিকভাবে দাফন করা হয়েছে।’ 

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদরোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ

সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতার শঙ্কা দূর হচ্ছে না: দেবপ্রিয় ভট্টাচার্য

চট্টগ্রামে কুকুরকে গাড়িচাপায় হত্যা, ডিসি বাসভবনের প্রহরীসহ ২ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

চাঁদাবাজি নিয়ে নৌ উপদেষ্টার বক্তব্যের ব্যাখ্যা চাইলেন চসিক মেয়র