চট্টগ্রাম মহানগরীর একটি বহুতল ভবনের লিফটে চাপা পড়ে প্রীতম চৌধুরী (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত তরুণ নগরীর দক্ষিণ নালাপাড়ার বাসিন্দা শিমুল চৌধুরীর ছেলে।
স্থানীয়রা জানান, বহুতল ভবনটির লিফটটি কিছুদিন ধরে ঠিকভাবে কাজ করছিল না। বৃহস্পতিবার রাতে নগরীর একটি কমিউনিটি সেন্টারে প্রীতম চৌধুরীর বোনের বিয়ে ছিল। বিয়ের খাবার নিয়ে নিচে নামার সময় অসাবধানতাবশত লিফট আটকে যায়। এ সময় প্রীতম লিফট থেকে দ্রুত বের হওয়ার সময় মর্মান্তিক এ দুর্ঘটনার শিকার হন।
কোতোয়ালি থানার সহকারী কমিশনার (এসি) অতনু চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, ‘নগরীর একটি কমিউনিটি সেন্টারে প্রীতম চৌধুরীর বোনের বিয়ে ছিল। এ উপলক্ষে বাসা থেকে খাবার নিয়ে নিচে নামার সময় অসাবধানতাবশত লিফটের নিচে চাপা পড়েন। পুলিশ মরদেহ উদ্ধার করে চমেক মর্গে পাঠিয়েছে।’