হোম > সারা দেশ > চট্টগ্রাম

লিফটে আটকা যুবলীগের ১৭ নেতা–কর্মী, ১ ঘণ্টা পর দরজা ভেঙে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের আগ্রবাদের সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটের আইটি পার্কের লিফটে আটকা পড়েছিলেন যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শহিদুল হক রাসেলসহ ১৭ জন নেতা-কর্মী। প্রায় এক ঘণ্টা আটকে থাকার পর বাইরে থাকা যুবলীগের নেতা–কর্মীরা দরজা ভেঙে তাঁদের উদ্ধার করেন। আজ শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের সিঙ্গাপুর-ব্যাংকক মার্কেটের লিফটে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল হক রাসেল আজকের পত্রিকাকে বলেন, ‘কানাডিয়ান একটি কোম্পানির অনুষ্ঠানে শেষে নামার সময় হঠাৎ লিফটে আটকে যাই। লিফটে আটকে পড়ে প্রাণ যায় যায় অবস্থা। লিফট নিচে নামতে দেরি হওয়ায় নিচে থাকা যুবলীগের অন্য নেতা–কর্মীরা চিন্তায় পড়ে যান। পরে আটকে থাকার বিষয়টি তাঁরা জানতে পেরে দরজা ভেঙে আমাদের উদ্ধার করে।’  

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এম ডি আবদুল মালেক আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে একটি টিম ঘটনাস্থলে যায়। কিন্তু যাওয়ার আগেই দরজা ভেঙে তাঁদের উদ্ধার করা হয়। 

বিশ্ব ব্যাংকের অর্থায়নে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের হাইটেক পার্কের তত্ত্বাবধানে নির্মিত হয় এই পার্ক। চট্টগ্রাম সিটি করপোরেশন এবং বাংলাদেশ হাইপার্ক কর্তৃপক্ষের মধ্যে এ সংক্রান্ত সমঝোতা স্মারক চুক্তির মাধ্যমে এটি নির্মিত হলেও ত্রুটিপূর্ণ কাজের বিষয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগও করা হয়েছিল। 

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, আগ্রাবাদের সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটের ৬ষ্ঠ তলা থেকে ১০ম তলা পর্যন্ত ৫টি ফ্লোরে নির্মাণ করা হয়েছে এই হাইটেক পার্ক বা আইটি ভিলেজ। পার্কের প্রতি ফ্লোরের আয়তন প্রায় ২০ হাজার বর্গফুট। প্রতি ফ্লোরে নির্মাণ করা হয়েছে প্রায় ১০০টি আইটি স্টল। স্টলগুলোতে সফটওয়্যার, হার্ডওয়্যার, ইন্টারনেট, টেলিযোগাযোগ প্রতিষ্ঠানসহ আইটি সংশ্লিষ্ট বাণিজ্যিক প্রতিষ্ঠান স্থাপন করা হচ্ছে। 

পুরো ভিলেজের আয়তন প্রায় ১ লাখ বর্গফুট। চট্টগ্রাম সিটি করপোরেশনের জায়গার ওপর নির্মিত এই পার্ক যৌথভাবে হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং সিটি করপোরেশন তদারকি করছে। পার্কের ব্যবস্থাপনায় সিটি করপোরেশন জয়েন্ট পার্টনার হিসেবে কাজ করলেও সংস্থাটি বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি অনিয়মের অভিযোগ ওঠে। 

২০২১ সালের ১২ ডিসেম্বর ভিডিও  কনফারেন্সের মাধ্যমে এটি উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আইটি পার্কের ফলক উন্মোচন করেছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। দেশের ৩৯টি হাইটেক পার্কের মধ্যে সিঙ্গাপুর-ব্যাংকক মার্কেটে স্থাপিত মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল হাইটেক পার্ক একটি। 

ইয়াবা-কাণ্ডে চট্টগ্রামে ৮ পুলিশ সদস্য বরখাস্ত

চট্টগ্রামে অস্ত্রের মুখে জিম্মি করে ৩৫টি স্বর্ণের বার ছিনতাইয়ের অভিযোগ

পটিয়ায় স্কুলে শিক্ষার্থী ভর্তিতে আর্থিক লেনদেনের অভিযোগ

সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় ডাকাতি, দুই নিরাপত্তা প্রহরী খুন

জেসিআই বাংলাদেশের ডেপুটি প্রেসিডেন্ট শান শাহেদ

সুন্দরবনে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল