হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীমান্তে মাদক কারবারিদের সিসিটিভি ক্যামেরা জব্দ, আটক ৫

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি  

আখাউড়ায় যৌথ অভিযানে মাদক ও ডিজিটাল ডিভাইস উদ্ধার। ছবি: আজকের পত্রিকা

সীমান্তে অবাধে মাদক কারবার করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর সিসিটিভি ক্যামেরায় নজরদারি রাখত চক্রের সদস্যরা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া সীমান্তবর্তী গ্রামে যৌথ অভিযানে সেই চক্রের বিপুল মাদকদ্রব্য ও ডিজিটাল সরঞ্জাম উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিজিবি ও পুলিশের সমন্বয়ে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৩ হাজার ৫০০টি ইয়াবা, ৬০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১৩টি অ্যান্ড্রয়েড ও ১৭টি সাধারণ মোবাইল ফোনসহ মোট ৩২টি মোবাইল ফোন, ২টি ল্যাপটপ, সিসিটিভি ক্যামেরা এবং মাদক বিক্রির ২১ হাজার টাকা জব্দ করা হয়।

এ সময় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন মো. জনি মিয়া (২২), মো. মুর্শেদ মিয়া (৩২), মো. ইদন মিয়া (২৫), মোছা আইমন আক্তার (২৫) ও স্বপ্না বেগম (২৮)। তাঁরা সবাই আখাউড়ার সেনারবাদী এলাকার বাসিন্দা।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়ছল উদ্দিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সেনারবাদী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। প্রথমে মাদক কারবারিরা আমাদের নৌবাহিনীর ওপর হামলা করে, কিন্তু আমরা হামলা উপেক্ষা করে এই অভিযান পরিচালনা করি।’ এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আখাউড়া থানায় দুটি পৃথক মামলা হয়েছে। মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ