হোম > সারা দেশ > চট্টগ্রাম

সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রীকে গ্রেপ্তার দেখানো হলো পাঁচ মামলায়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

শারমিন আক্তার তামান্না। ফাইল ছবি

চট্টগ্রামে আলোচিত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে (৩৫) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও বিস্ফোরক আইনের ৫ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২ জুন) বিকেলে চট্টগ্রাম চতুর্থ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত পুলিশের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

চট্টগ্রাম নগরের সদরঘাট থানাধীন মাঝিরঘাট রোডের মো. শফি মাঝির মেয়ে শারমিন আক্তার তামান্না। গত ১০ মে দিবাগত রাতে নগরের বহদ্দারহাট বারইপাড়া এলাকার বাসা থেকে তামান্নাকে বাকলিয়ায় চাঞ্চল্যকর জোড়া খুনের মামলায় গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ।

পরদিন দুপুরে তামান্নার পক্ষে তাঁর আইনজীবী পুলিশের কাছে জামিন আদেশের কাগজপত্র উত্থাপনের পর জোড়া খুনের মামলায় তাঁকে গ্রেপ্তার না দেখিয়ে ছেড়ে দেয় বাকলিয়া থানা-পুলিশ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ৩০ দিনের একটি আটকাদেশে বায়েজিদ থানা-পুলিশ পরে তামান্নাকে হেফাজতে নেয়। এর পর থেকে তামান্না চট্টগ্রাম কারাগারে রয়েছেন।

আদালতের জিআরও শাখার কর্মকর্তা বলেন, গত ৩১ মে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে একাধিক লোক নিহতের ঘটনায় চান্দগাঁও থানায় দায়ের হওয়া পৃথক পাঁচটি মামলায় শারমিন আক্তার তামান্নাকে গ্রেপ্তার দেখানোর (শ্যোন অ্যারেস্ট) আবেদন করেন তদন্ত কর্মকর্তারা। সোমবার আদালত শুনানি শেষে পাঁচ মামলায় আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প