হোম > সারা দেশ > কক্সবাজার

নাফ নদী থেকে ৪ জেলেকে অপহরণ

কক্সবাজার প্রতিনিধি

ছবি: সংগৃহীত

মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরা অবস্থায় চার জেলেকে ধরে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের দমদমিয়ার লাল দ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে।

ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন—আরাফাত উল্লাহ (২১), আনিস উল্লাহ (২২), মো. জাবের (১৪), আনোয়ার সাদেক (২৭)। তাঁরা সবাই টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবিরের জাদিমুড়া ২৭ নম্বর ক্যাম্পের বাসিন্দা।

জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের মাঝি মোহাম্মদ নুর বলেন, চার জেলে ড্রামের ভেলায় করে দমদমিয়ার লাল দ্বীপ এলাকায় নাফ নদীতে মাছ শিকারে যান। এ সময় আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে চার জেলেকে ধরে নিয়ে যায়। এ ঘটনার সময় আরও কয়েকজন জেলে পালিয়ে আসতে সক্ষম হন। বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।  

স্থানীয় জেলে শফিউল আলম ও মোহাম্মদ হোসেন বলেন, নাফ নদী থেকে যাখন-তখন আরাকান আর্মির সদস্যরা জেলেদের ধরে নিয়ে যাচ্ছেন। এ কারণে জেলেদের সব সময় আতঙ্কের মধ্যে থাকতে হয়। আজ বৃহস্পতিবারও চার জেলেকে ধরে নিয়ে গেল।

টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে চার জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবরটি পেয়েছি। এ বিষয়ে বিজিবিকে অবহিত করা হয়েছে।’

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির