হোম > সারা দেশ > চট্টগ্রাম

চসিকের এক দিনের অভিযানে সোয়া কোটি টাকা বকেয়া আদায়

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় এক দিনের অভিযানে ১ কোটি ৩০ লাখ টাকার বেশি বকেয়া ফি আদায় করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর চারটি এলাকায় এ অভিযান চালায় চসিকের ভ্রাম্যমাণ আদালত। হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্সের বকেয়া বাবদ এই ফি আদায় করা হয়।

চসিকের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত) কালাম চৌধুরী জানান, নগরীর ওয়াসা মোড়, কাজীর দেউড়ি, এনায়েত বাজার ও ইপিজেড এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস। অভিযানে বকেয়া হোল্ডিং ট্যাক্স বাবদ ১ কোটি ৩০ লাখ ৫৮ হাজার ৯০৭ টাকা ও বকেয়া ট্রেড লাইসেন্স ফি বাবদ ৬৫ হাজার টাকা আদায় করা হয়।

চসিকের রাজস্ব বিভাগ সূত্র জানায়, বাগমনিরাম ওয়ার্ডের অ্যাপোলো মার্কেটে অভিযান চালিয়ে ভবনমালিক নুরুল ইসলামের কাছ থেকে ৩৬ লাখ ১০ হাজার ৭১৭ টাকা, ওয়াসা মোড়ের মো. মনসুরুল হকের ভবনে অভিযান চালিয়ে ৯ লাখ ৬২ হাজার ২৯৯ টাকা গৃহকর আদায় করা হয়। পরে এনায়েত বাজার এসএ টাওয়ারের মালিকের কাছ থেকে ৫০ লাখ ৪০ হাজার ১২০ টাকা গৃহকর আদায় করা হয়। এ ছাড়া ট্রেড লাইসেন্স নবায়ন ফি বাবদ বিভিন্ন জনের কাছ থেকে আরও ৩৩ লাখ ৪১ হাজার ৭৭১ টাকা আদায় করা হয়।

একই দিনে রাজস্ব সার্কেল-৮–এর আওতায় ইপিজেড এলাকায় বকেয়া ট্রেড লাইসেন্স ফি বাবদ ২৬ হাজার টাকা আদায় করা হয়। অন্যদিকে অভিযানে ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে সাতটি প্রতিষ্ঠানের কাছ থেকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করেন চসিক ম্যাজিস্ট্রেটরা।

 

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল