হোম > সারা দেশ > চট্টগ্রাম

চসিকের এক দিনের অভিযানে সোয়া কোটি টাকা বকেয়া আদায়

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় এক দিনের অভিযানে ১ কোটি ৩০ লাখ টাকার বেশি বকেয়া ফি আদায় করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর চারটি এলাকায় এ অভিযান চালায় চসিকের ভ্রাম্যমাণ আদালত। হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্সের বকেয়া বাবদ এই ফি আদায় করা হয়।

চসিকের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত) কালাম চৌধুরী জানান, নগরীর ওয়াসা মোড়, কাজীর দেউড়ি, এনায়েত বাজার ও ইপিজেড এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস। অভিযানে বকেয়া হোল্ডিং ট্যাক্স বাবদ ১ কোটি ৩০ লাখ ৫৮ হাজার ৯০৭ টাকা ও বকেয়া ট্রেড লাইসেন্স ফি বাবদ ৬৫ হাজার টাকা আদায় করা হয়।

চসিকের রাজস্ব বিভাগ সূত্র জানায়, বাগমনিরাম ওয়ার্ডের অ্যাপোলো মার্কেটে অভিযান চালিয়ে ভবনমালিক নুরুল ইসলামের কাছ থেকে ৩৬ লাখ ১০ হাজার ৭১৭ টাকা, ওয়াসা মোড়ের মো. মনসুরুল হকের ভবনে অভিযান চালিয়ে ৯ লাখ ৬২ হাজার ২৯৯ টাকা গৃহকর আদায় করা হয়। পরে এনায়েত বাজার এসএ টাওয়ারের মালিকের কাছ থেকে ৫০ লাখ ৪০ হাজার ১২০ টাকা গৃহকর আদায় করা হয়। এ ছাড়া ট্রেড লাইসেন্স নবায়ন ফি বাবদ বিভিন্ন জনের কাছ থেকে আরও ৩৩ লাখ ৪১ হাজার ৭৭১ টাকা আদায় করা হয়।

একই দিনে রাজস্ব সার্কেল-৮–এর আওতায় ইপিজেড এলাকায় বকেয়া ট্রেড লাইসেন্স ফি বাবদ ২৬ হাজার টাকা আদায় করা হয়। অন্যদিকে অভিযানে ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে সাতটি প্রতিষ্ঠানের কাছ থেকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করেন চসিক ম্যাজিস্ট্রেটরা।

 

বিএনপির ৯ জন খুন দুই নেতার বিরোধে

সাবেক উপদেষ্টার বিরুদ্ধে মুরাদনগরে ঝাড়ুমিছিল

চট্টগ্রামে চা বোর্ডের জমি থেকে উচ্ছেদ হচ্ছে আরএসআরএমের কারখানা

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা রুবেল হত্যা মামলায় ৪ জনের ফাঁসি

২৫ কোটি টাকা আত্মসাৎ: সাবেক মন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে দুদকের অভিযোগ গ্রহণ

চৌদ্দগ্রামে ট্রাক্টরচাপায় কিশোর নিহত

অস্ত্র হাতে ছবি ভাইরাল, রাঙ্গুনিয়ায় যুবক গ্রেপ্তার

রাঙ্গুনিয়ায় বাসের ধাক্কায় দুই স্কুলছাত্র নিহত

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি