হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত, চিকিৎসাধীন পাইলটের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের কর্ণফূলী নদীতে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে এক পাইলটের মৃত্যু হয়েছে। আজ সকালে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার প্রায় দুই ঘণ্টা পর বেলা ১২টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (বন্দর) শাকিলা সোলতানা এ তথ্য নিশ্চিত করেন।

শাকিলা সোলতানা আজকের পত্রিকাকে বলেন, ‘বিমানবাহিনীর বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানে আসিম (আসিম জাওয়াদ) নামের এক পাইলট নেভি হাসপাতালে (পতেঙ্গার বানৌজা ঈসা খাঁ হাসপাতালে) মারা গেছেন। প্রথম থেকেই তাঁর অবস্থা খারাপ ছিল। বেলা ১২টার দিকে আইসিইউতে তাঁর মৃত্যু হয়।’ 

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে বিমানবাহিনীর ওয়াইএকে-১৩০ নামক যুদ্ধবিমানটি রানওয়ে দিয়ে ওঠার সময় স্পার্কস করে। এ সময় বিমানটির পেছন দিকে আগুন লেগে যায় এবং একপর্যায়ে চট্টগ্রাম বোট ক্লাবের অদূরে পতেঙ্গার কনটেইনার টার্মিনালের সামনে কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয়ে পড়ে। 

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল বলেন, ‘বিমানে থাকা দুজন পাইলটকে আমরা প্যারাসুট করে নামতে দেখেছি। ছড়িয়ে পড়া ভিডিওতেও দুই পাইলটকে প্যারাসুটে চড়ে নামতে দেখা গেছে। সেখানে দেখা গেছে, হঠাৎ আকাশে থাকা উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। তখন দুই পাইলট প্যারাসুটে নদীর ওপর নেমে পড়েন। এর মধ্যেই বিমানটি বিকট শব্দে বিস্ফোরিত হয়।’

যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামের পতেঙ্গায় প্রশিক্ষণ যুদ্ধবিমানটি দুর্ঘটনায় পতিত হয়েছে বলে আইএসপিআর থেকে জানানো হয়েছে।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার