হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ভেজাল মসলা তৈরির অভিযোগে কারখানার মালিকসহ আটক ১০

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে ভেজাল মসলা তৈরি করে বাজারজাতের অভিযোগে কারখানা মালিকসহ ১০ জনকে আটক করেছে র‌্যাব। এ সময় ১৫ মণের বেশি ভেজাল মসলা, রং ও রাসায়নিক উপাদান জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার চাক্তাই এলাকায় অবস্থিত জসিমের ক্রাসিং মিল নামের একটি কারখানায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। গতকাল বুধবার র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।

আটককৃতরা হলেন কারখানা মালিক মো. জসিম উদ্দিন (৪০), কর্মচারী শরীফ হোসেন (৪০), মো. আলাউদ্দিন (৩৬), মো. জিলানী (২০), মো. সুজন (১৯), মো. সাইদুল (২০), আবদুল কাদের (৩৮), মো. সজল (৪৩), দেলোয়ার হোসেন (৪৮) ও কামরুল হাসান (২৫)।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব কর্মকর্তা নুরুল আবছার জানান, অভিযানে কারখানাটিতে তল্লাশি চালিয়ে ভেজাল রং মেশানো প্রায় ৬০০ কেজি হলুদ, মরিচ ও ধনেগুঁড়া এবং ১২ কেজি ভেজাল রং ও রাসায়নিক পদার্থ জব্দ করা হয়। অভিযুক্তরা বিভিন্ন রং ও রাসায়নিক পদার্থ মিশিয়ে ভেজাল মসলা তৈরির পর এগুলো চট্টগ্রামের বিভিন্ন বাজারে পাইকারি বিক্রি করে আসছিলেন। তাঁদের আটকের পর বাকলিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাঙ্গুনিয়ায় বাসের ধাক্কায় দুই স্কুলছাত্র নিহত

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি

১৫ জানুয়ারি থেকে যৌথ বাহিনীর জোরালো অভিযান: ইসি সানাউল্লাহ

সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল কিশোরের গলাকাটা লাশ

দুই দিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

হুম্মামের চেয়ে ৪০ গুণ বেশি সম্পদের মালিক তাঁর স্ত্রী

গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

আনোয়ারায় রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর একজনের মৃত্যু, লাশ নিতে এলেন দাদি