হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালেন স্বামী

প্রতিনিধি, লোহাগাড়া (চট্টগ্রাম)

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফারজানা ইয়াছমিন কলি (২০) নামের এক গৃহবধূর মরদেহ রেখে পালিয়ে যান তাঁর স্বামী। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে। পরে ওই গৃহবধূর স্বজনেরা খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন।

ফারজানা ইয়াছমিন কলি উপজেলার চরম্বা মাইজবিলা এলাকার ৭ নম্বর ওয়ার্ডের জিয়াউর রহমানের স্ত্রী এবং চরম্বা আতিয়ার পাড়ার প্রবাসী আজিজ মাস্টারের মেয়ে।

নিহতের চাচা মতিউর রহমান জানান, আড়াই বছর আগে মাইজবিলা এলাকার মৃত এনায়েত উল্লাহর ছেলে ব্যবসায়ী জিয়াউর রহমানের সঙ্গে তাঁর ভাতিজির বিয়ে হয়। ভাতিজি আহত হয়েছেন খবর পেয়ে হাসপাতালে এসে দেখেন তাঁর মরদেহ। মরদেহ রেখে স্বামীসহ সবাই পালিয়ে যান। হাসপাতালে মরদেহ রেখে পালিয়ে যাওয়ার সময় নিহতের শাশুড়ি ও সিএনজিচালিত অটোরিকশার চালককে আটক করেন স্থানীয়রা।

নিহতের মা রিজিয়া বেগম জানান, বিয়ের পর থেকে মেয়েকে নির্যাতন করে আসছিলেন তাঁর স্বামী। তাঁর মেয়েকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নিহতের শাশুড়ি রাজিয়া বেগম জানান, বাড়ির টয়লেটে অজ্ঞান অবস্থায় পুত্রবধূকে পড়ে থাকতে দেখে চিৎকার দিলে আশপাশ লোকজন এসে দ্রুত হাসপাতালে নিয়ে যান। লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শেখ মুহাম্মদ ফয়সাল সাংবাদিকদের জানান, হাসপাতালে নিয়ে আসার আগে গৃহবধূর মৃত্যু হয়েছে।
 
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে করেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু ও লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ।
এ ব্যাপারে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ সাংবাদিকদের জানান, ঘটনার রহস্য তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। তদন্ত করে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করা হবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে তিনি জানান।

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট