হোম > সারা দেশ > চট্টগ্রাম

প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলায় চুয়েট রেজিস্ট্রারের নিন্দা

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি 

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

প্রকৌশলীদের পেশাগত মর্যাদা রক্ষায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির।

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শেখ মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ‘আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাই। একই সঙ্গে আহত শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।’

বিবৃতিতে হুমায়ুন কবির বলেন, ‘চুয়েটসহ দেশের অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা বিভিন্ন যৌক্তিক দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছেন। এ ধরনের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও নির্যাতন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় আমরা সংক্ষুব্ধ ও মর্মাহত।’

চুয়েটের পক্ষ থেকে বলা হয়, আন্দোলনরত শিক্ষার্থীদের যৌক্তিক দাবি—বিশেষ করে গ্রেডভিত্তিক কোটায় বৈষম্য দূরীকরণসহ পেশাগত মর্যাদা রক্ষার বিষয়টি প্রশাসনের সক্রিয় বিবেচনায় নেওয়া উচিত।

রেজিস্ট্রার আরও বলেন, ‘আশা করি, সরকার দ্রুততম সময়ের মধ্যে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে এবং যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেবে।’

উল্লেখ্য, তিন দফা দাবিতে ‎বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা আন্দোলনের ডাক দেন। গতকাল বুধবার রাজধানীতে সচিবালয় অভিমুখে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের লাঠিপেটা করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

দাবি পূরণে প্রয়োজনে আবারও ৫ আগস্ট হবে: ৮ দলের সমাবেশে জামায়াত আমির

কর্ণফুলীতে অস্ত্রসহ যুবক আটক

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, একজন বলছিলেন—‘গুলি কর’

পার্বত্য চুক্তির বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে ফেরার পথে গ্রেপ্তার আইনজীবী জামিনে মুক্ত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে দিনে লাল পতাকা, রাতে মশাল মিছিল

চমেক হাসপাতালে সেবা বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি