হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

কুপিয়ে হত্যাচেষ্টা মামলায় এসআই কারাগারে

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগঞ্জে বৃদ্ধ চাচাতো ভাইকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার মামলায় নোয়াখালী পুলিশ লাইনসে কর্মরত পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ উল্যা রিপনকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। আজ মঙ্গলবার রাত ৮টায় রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে তাঁকে সাময়িক বরখাস্ত করে পুলিশ হেফাজতে নিয়ে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয় বলেও জানান ওসি। মোহাম্মদ উল্যা রিপন নোয়াখালী পুলিশ লাইনস রিজার্ভ পুলিশের এসআই হিসেবে কর্মরত ছিলেন। 

জানা যায়, রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের দাসপাড়া গ্রামে গত শনিবার দুপুরে পুকুরের মাছ ধরার পর ভাগ বাঁটোয়ারাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে নোয়াখালী জেলায় কর্মরত পুলিশের এসআই মোহাম্মদ উল্যা রিপন তাঁর জ্যাঠাতো ভাই শহীদ উল্যাকে (৬৫) চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। বর্তমানে শহীদ উল্যা ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন তাঁর ছেলে মো. সাইফুল ইসলাম।

এ ঘটনায় আহত শহীদ উল্যার ছেলে সাইফুল ইসলাম ওই পুলিশ সদস্যসহ ৫ জনকে আসামি করে রামগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

এ ঘটনা জানাজানির পর অভিযুক্ত পুলিশ সদস্য রিপনকে নোয়াখালী জেলা পুলিশ সুপার সাময়িক বরখাস্ত করে পুলিশ হেফাজতে পাঠান। পরে গতকাল সোমবার আদালতে প্রেরণ করলে আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। 

এ মামলায় আমানত উল্লাহ নামের অপর এক অভিযুক্তকেও কারাগারে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক।

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি