হোম > সারা দেশ > খাগড়াছড়ি

রামগড়ে ‘চাঁদার টোকেন না থাকায়’ গাড়ির চালক ও সহকারী অপহৃত

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড়ে কাভার্ড ভ্যান আটকে গাড়ির চালক ও তাঁর সহকারীকে অপহরণ করা হয়েছে। গতকাল রোববার গভীর রাতে উপজেলার দাঁতারামপাড়ায় এই অপহরণের ঘটনা ঘটে।

অপহৃত কাভার্ড ভ্যানচালকের নাম মো. মিন্টু। তাঁর বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায়। তবে অপহৃত তাঁর সহকারীর নাম-ঠিকানা জানা যায়নি।

পুলিশ ও রামগড় ৪৩ বিজিবি জানায়, গতকাল গভীর রাতে খাগড়াছড়ির মানিকছড়িগামী একটি পোলট্রি খামারের মুরগির বাচ্চাবাহী কাভার্ড ভ্যান (চট্ট. মেট্রো ন-১১-৭৬৯৯) থেকে চালক ও তাঁর সহকারীকে অপহরণ করা হয়। রামগড়ের দাঁতারামপাড়া এলাকায় পৌঁছালে ইউপিডিএফের কালেক্টর ধীমান ত্রিপুরা ও সজল ত্রিপুরার নেতৃত্বে সাত-আটজন অস্ত্রধারী সন্ত্রাসী গাড়ির গতিরোধ করে। চালক ও তাঁর সহকারীর কাছে চাঁদার টোকেন দেখতে চায় তারা। টোকেন না থাকায় দুজনকে সন্ত্রাসীরা অস্ত্রের মুখে মোটরসাইকেলে উঠিয়ে গভীর জঙ্গলে নিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে রামগড় থানার উপপরিদর্শক (এসআই) কাজী মোহাম্মদ জাকারিয়া আজকের পত্রিকাকে বলেন, পুলিশ ও বিজিবির সমন্বয়ে অভিযান চলছে। বনবীথি এলাকা থেকে তিনটি নম্বরবিহীন মোটরবাইক আটক করা হয়েছে। অপহৃতদের উদ্ধারে পুলিশ চেষ্টা অব্যাহত রেখেছে।

উল্লেখ্য, ১০ সেপ্টেম্বর খাগড়াছড়ির রামগড়ে একই দিনে দুটি অপহরণের ঘটনা ঘটেছে। সেই ঘটনা দুটির জন্যও প্রসিত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফকে দায়ী করা হয়। পরে মুক্তিপণের বিনিময়ে তাঁরা মুক্তি পান বলে জানা গেছে।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল