হোম > সারা দেশ > কক্সবাজার

ফেনীতে যাত্রীবাহী বাস থেকে ৭ রোহিঙ্গা আটক

ফেনী প্রতিনিধি

ফেনীতে আটক সাত রোহিঙ্গা (শিশুকে ছবিতে রাখা হয়নি)। ছবি: সংগৃহীত

ফেনীর মহিপালে এক শিশুসহ সাত রোহিঙ্গাকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার থেকে ছেড়ে আসা স্টারলাইন পরিবহনের একটি বাস থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন শিক্ষার্থীরা।

আটক ব্যক্তিরা হলেন রবিউল আলম, সৈয়দ নুর, ওমর ফারুক, রশিদ আহম্মদ, রুহুল আমিন, ইউনুছ ও এক শিশু।

পুলিশ সূত্রে জানা গেছে, ফেনী থেকে কয়েকজন শিক্ষার্থী কক্সবাজার ভ্রমণে যান। গতকাল শুক্রবার রাতে তাঁরা সেখান থেকে স্টারলাইন পরিবহনের একটি বাসে ফেরার পথে কয়েকজন যাত্রীর কথাবার্তা ও আচরণ দেখে রোহিঙ্গা বলে সন্দেহ হয়। পরে বাসটি ফেনীর মহিপালে পৌঁছালে শিক্ষার্থীরা তাদের আটক করে পুলিশে খবর দেয়।

এ ব্যাপারে ফেনী মডেল থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা আজকের পত্রিকাকে বলেন, শিক্ষার্থীরা মহিপাল এলাকায় এক শিশুসহ সাত রোহিঙ্গাকে আটকে রেখে খবর দিলে পুলিশ গিয়ে তাদের আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে তারা কোন রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছে তা জানা যাবে। রোহিঙ্গাদের নির্দিষ্ট ক্যাম্প থেকে বাইরে যাওয়ার অনুমতি নেই। তারা সেই এলাকা ত্যাগ করলে আবার নির্ধারিত ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ