হোম > সারা দেশ > কক্সবাজার

পেটে ৪ হাজার ইয়াবা নিয়ে বিমানবন্দরে ধরা দুই বোন

কক্সবাজার প্রতিনিধি

ছবি: সংগৃহীত

পাকস্থলীতে ইয়াবা ভর্তি করে ঢাকায় যাওয়ার পথে কক্সবাজার বিমানবন্দর থেকে দুই বোনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা থেকে আরও একজনকে (বোনের স্বামী) আটক করা হয়। পরে বিশেষ প্রক্রিয়ায় তাঁদের পেট থেকে ৪ হাজার ইয়াবা বের করা হয়।

আজ বুধবার বেলা ১১টার দিকে কক্সবাজার বিমানবন্দরে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ঝিমংখালী এলাকার বাসিন্দা আকতার হোসেন (৩২), তাঁর স্ত্রী উম্মে জামিলা (২৫) ও শ্যালিকা উম্মে হাবিবা (২০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন তথ্যে জানা যায়, টেকনাফ থেকে ইয়াবার একটি চালান বিমানযোগে ঢাকায় পাচার করা হবে। তথ্য পেয়ে বুধবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল কক্সবাজার বিমানবন্দরে অবস্থান নেয়।

একপর্যায়ে ইয়াবার চালান বহনকারী তিনজনকে শনাক্ত করতে সক্ষম হই। এদের মধ্যে জামিলার স্বামী আকতার হোসেন আগেই একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হন।

দিদারুল আলম বলেন, কৌশলগত কারণে আকতার হোসেনকে প্রথমে আটক করা হয়নি। সে রওনার পর দুই বোনকে সন্দেহজনকভাবে আটক করা হয়। পরে তাঁরা পেটে ইয়াবা বহনের তথ্য স্বীকার করেন।

দিদারুল আলম বলেন, দুই বোনকে আটকের পরে প্যাথলজি সেন্টারের ল্যাবে নিয়ে এক্স-রে করা হয়। এতে তাঁদের পেটে ইয়াবার চালান থাকার সত্যতা মেলে। এরপর বিশেষ প্রক্রিয়ায় তাঁদের পেট থেকে ২ হাজার করে ৪ হাজার ইয়াবা বের করা হয়।

তাঁদের স্বীকারোক্তি মতে, ঢাকা বিমানবন্দর থেকে উম্মে জামিলার স্বামী আকতার হোসেনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক আরেকটি দল অভিযান চালিয়ে আটক করেছে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান এই কর্মকর্তা।

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি