হোম > সারা দেশ > চাঁদপুর

শাহরাস্তিতে নাতনিকে ধর্ষণের অভিযোগে দাদা গ্রেপ্তার

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের শাহরাস্তিতে নাতনিকে ধর্ষণের অভিযোগে দাদা দুলাল হোসেনকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে গ্রেপ্তারকৃত দুলাল হোসেনকে আদালতে পাঠানো হয়েছে। 

জানা যায়, গ্রেপ্তারকৃত দুলাল শাহরাস্তি পৌর এলাকার শ্রীপুর গ্রামের মজুমদারবাড়ির মৃত আম্বর আলীর পুত্র।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগীর দূর সম্পর্কের দাদা মো. দুলাল হোসেন নিজ এলাকায় কনফেকশনারির ব্যবসা করেন। ভুক্তভোগী স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণির ছাত্রী। সে বিভিন্ন সময়ে দুলালের দোকানে চকলেট ও চিপস কিনতে যেত। এ সময় তাকে নানাভাবে যৌন নিপীড়ন করতেন অভিযুক্ত দুলাল। 

ঘটনাক্রমে গত শনিবার বিকেলে ভুক্তভোগী ক্লাস শেষে দোকানের পাশ দিয়ে বাড়ি যাওয়ার সময় দুলাল তাকে দোকানের পেছনে নিয়ে গিয়ে ছুরি দেখিয়ে ধর্ষণ করেন। পরদিন রোববার একই সময়ে আবার একই ঘটনার পুনরাবৃত্তি করেন তিনি। এ ঘটনার কথা জানতে পেরে ভুক্তভোগীর মা বাদী হয়ে গতকাল সোমবার শাহরাস্তি মডেল থানায় একটি ধর্ষণ মামলা রুজু করেন, যার পরিপ্রেক্ষিতে রাতে অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান জানান, অভিযুক্ত দুলাল হোসেনকে (৫৫) গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫