হোম > সারা দেশ > চট্টগ্রাম

অস্ত্র হাতের ভিডিও ফেসবুকে ভাইরাল, কিশোর গ্যাংয়ের ৫ সদস্য আটক

চাঁদপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

চাঁদপুর শহরের বিভিন্ন কিশোর গ্যাংয়ের সদস্য অস্ত্র হাতে ভিডিও তৈরি করে ফেসবুকে ভাইরাল হয়েছে। সেই ভিডিও ক্লিপ চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে এলে জেলা শহর কিশোর গ্যাং মুক্ত করতে ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভাইরাল ভিডিওতে থাকা সন্দেহজনক পাঁচ কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়।

আটকের তথ্য আজ বৃহস্পতিবার সকালে আজকের পত্রিকাকে নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।

থানা-পুলিশ জানায়, ফেসবুকে ভিডিও দেখে গতকাল বুধবার সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত চাঁদপুর শহরের আউটার স্টেডিয়ামের সুইমিং পুল, মিশন রোড, লেকের পাড়, আল আমিন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন পার্কের মাঠে অভিযান পরিচালনা করে মডেল থানা ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় আউটার স্টেডিয়াম এলাকা থেকে পাঁচ কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। আটকদের নাম প্রকাশ করেনি পুলিশ।

ওসি বাহার মিয়া জানান, শহরকে কিশোর গ্যাং মুক্ত করতে পুলিশ সুপারের নির্দেশে অভিযান অব্যাহত রয়েছে। আটক পাঁচ কিশোরের মধ্য থেকে তিনজনের বিরুদ্ধে কোনো অভিযোগ না পাওয়ায় তাঁদেরকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি দুজন ভাইরাল ভিডিও ক্লিপে যুক্ত থাকায় তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হবে।

জেসিআই বাংলাদেশের ডেপুটি প্রেসিডেন্ট শান শাহেদ

সুন্দরবনে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু