হোম > সারা দেশ > নোয়াখালী

ভাসানচর ক্যাম্প থেকে পলাতক ৪৭ রোহিঙ্গা স্বর্ণদ্বীপে আটক

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প-৩ থেকে পালিয়ে যাওয়া ৪৭ রোহিঙ্গা নাগরিককে স্বর্ণদ্বীপ থেকে আটক করেছে কোস্টগার্ড। আটক রোহিঙ্গাদের মধ্যে ২৫ শিশু, ১০ পুরুষ ও ১২ নারী রয়েছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে তাদের ভাসানচর থানায় আনা হয়। 

আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভাসানচর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তাঁদের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (ট্রিপলআরসি) কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে ট্রিপলআরসি পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। 

আটক ব্যক্তিরা হলেন ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ২৫ নম্বর ক্লাস্টারের আবদুল হামিদ (৩২), শাহানা (১৭), মহছেনা (২৮), জান্নাত আরা (১১), ইসমত আরা (৬), সাদিয়া আক্তার (৪) ও শওকত আরা (৯ মাস), ২৪ নম্বর ক্লাস্টারের রহমত উল্যা (৩৫), রোজিনা (২৫), নুর বাহার (৭), নুর বানু (৪), কবির আহাম্মদ (২), সোনা আহাম্মদ (২৯) ও ওসমান (৯), ৬৫ নম্বর ক্লাস্টারের নুরু বেগম (৩০), আনছার উল্যা (২৬), সেনোয়ারা (২০) ও মিনু আরা (৩), ৪৭ নম্বর ক্লাস্টারের আমির হোসেন (৩০), নবীন সোনা (২৮), সৈয়দ নুর (১০), পারভিন আক্তার (৭), তাসমিন আরা (৫) ও সামছু আলম (৩৫), ৮ নম্বর ক্লাস্টারের ইমমান হোসেন মাহমুদ (১২), নয়ন (১৩), আছমা (৭), তাসকিন (২), পারভিন আক্তার (২০), নজরুল ইসলাম (৩০), আয়েশা বেগম (২৯), আবদুল্লাহ (৮), আবদুর রহমান (৬) ও জান্নাতুল ফেরদৌস (৩), ৫০ নম্বর ক্লাস্টারের জাহিদ হোসেন (২৭), নুরু বেগম (২২), হামিদ হোসেন (৯), কামাল হোসেন (৮), আছমা বিবি (৪), রিশমা বিবি (৩) ও রূপবাহান (৬৩), ২৭ নম্বর ক্লাস্টারের জয়নাল (৩২) ও মর্জিনা (৩০), ৪৮ নম্বর ক্লাস্টারের ইয়াছিন (২৫), হালিমা বেগম (১৭) ও ইয়াছমিন আক্তার (২) এবং ৬০ নম্বর ক্লাস্টারের মোহাম্মদ আলী (১৯)। 

পুলিশ জানায়, গত ৩ অক্টোবর রাতের কোনো একসময় দালাল চক্রের মাধ্যমে পালানোর উদ্দেশ্যে আশ্রয়ণ প্রকল্প-৩ থেকে একটি নৌকাযোগে বের হয়ে যায় ৪৭ রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু বের হয়ে যায়। সোমবার ভোরে কৌশলে নৌকার মাঝি তাদের স্বর্ণদ্বীপে নামিয়ে চলে যায়। দুদিন ধরে সেখানে অবস্থান করার পর রোহিঙ্গারা বিষয়টি আশ্রয়ণে থাকা তাদের আত্মীয়দের জানালে তারা থানায় অবগত করে। 

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রোহিঙ্গাদের মাধ্যমে বিষয়টি জানার পর মঙ্গলবার রাতে তাদের উদ্ধারে স্বর্ণদ্বীপে যায় কোস্টগার্ড। কিন্তু রাতে জোয়ার না থাকায় কোস্টগার্ড ঘটনাস্থলে পৌঁছতে সময় লাগে। পরে গভীর রাতে স্বর্ণদ্বীপ থেকে তাদের উদ্ধারের পর আটক দেখিয়ে বুধবার ভাসানচর থানায় হস্তান্তর করা হয়। আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে ট্রিপলআরসি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত