হোম > সারা দেশ > চট্টগ্রাম

‘নতুন কালুরঘাট সেতুর নাম হবে শেখ কামাল সেতু’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম–৮ বোয়ালখালী আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদ বলেছেন, ‘নতুন কালুরঘাট সেতু তৈরির করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতি দিয়েছেন। নতুন কালুরঘাট সেতুর নাম হবে শেখ কামাল কালুরঘাট সেতু।’ 

আজ রোববার বিকেলে নগরের পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সংসদ সদস্য মোছলেম উদ্দিন বলেন, ‘চট্টগ্রামের জন্য প্রধানমন্ত্রী যা করেছেন তা কোনো দিন শোধ করার মতো নয়। বঙ্গবন্ধু টানেল দক্ষিণ এশিয়ায় একটি। চট্টগ্রামের মানুষ জাহাজের সঙ্গে সম্পর্ক, চট্টগ্রামের মানুষ বন্দরের সঙ্গে সম্পর্ক। কালুরঘাটের নতুন সেতু এখন আর স্বপ্ন নয় বাস্তব।

সংসদ সদস্য আরও বলেন, ‘কিছুদিন আগে প্রধানমন্ত্রী কালুরঘাটের ডিজাইন অনুমোদন করেছেন। আগামী ফেব্রুয়ারিতে কালুরঘাট সেতুর কাজ শুরু হবে। ২০২৩ সালে প্রধানমন্ত্রীকেই এনে কালুরঘাটের নতুন সেতুর উদ্বোধন করব। চট্টগ্রামের সব নেতারা মিলে কালুরঘাট সেতুর নাম শেখ কামাল করার জন্য প্রস্তাব করেছি।’

উল্লেখ্য, ১৯৩০ সালে ব্রিটিশ আমলে নির্মিত ৭০০ গজ দীর্ঘ রেল সেতুটি ২০০১ সালে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। পরে ২০০৪ ও ২০১২ সালে দুই দফায় সেতুটি বন্ধ রেখে সংস্কারকাজ করেছিল রেলওয়ে কর্তৃপক্ষ। বর্তমানে সেতুটির অবস্থা জরাজীর্ণ। ৯০ বছর বয়সী সেতুর ওপর দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে কয়েক হাজার যানবাহন ও কয়েক জোড়া ট্রেন। 

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির