হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫ 

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

ফেনীতে সিএনজিচালিত দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত ও পাঁচজন আহত হয়েছেন। আজ বুধবার সকালে ফেনী-সোনাইমুড়ী আঞ্চলিক সড়কের ফেনী সদর উপজেলার বিরলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম মো. আবুল বাশার। তিনি ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের ধোনসাহাদ্দা গ্রামের আবদুল মুনাফের ছেলে। পেশায় তিনি ভ্যানগাড়ির চালক। 

পুলিশ জানায়, দাগনভূঞা উপজেলার রাজাপুর থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী নিয়ে ফেনী শহরের দিকে যাচ্ছিলেন আবুল বাশার। পথে ফেনী-সোনাইমুড়ি আঞ্চলিক সড়কের বিরলী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আরেকটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই অটোরিকশার চালক, যাত্রীসহ ছয়জন আহত হন। আহত ব্যক্তিদের ফেনী সদর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক আবুল বাশারকে মৃত ঘোষণা করেন। অন্যদের মধ্যে দুজনকে ভর্তি করেন এবং তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন। 

ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে