হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে ৪৬ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল কোস্ট গার্ড

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে ৪৬ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংসের কার্যক্রম। ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে ৪৬ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে কোস্ট গার্ড। এসব মাদকের মধ্যে রয়েছে ৯ লাখ ৫ হাজার ৪৯০টি ইয়াবা এবং ৬০ কেজি ২২৫ গ্রাম গাঁজা। আজ শুক্রবার দুপুর পৌনে ১২টায় ম্যাজিস্ট্রেট, কোস্ট গার্ড, বিজিবি, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে এসব মাদক ধ্বংসের কার্যক্রম শুরু করা হয়।

গত ২৭ ফেব্রুয়ারি থেকে ১৬ এপ্রিল পর্যন্ত কোস্ট গার্ড পূর্ব জোনের অধীন বিসিজি স্টেশন কক্সবাজার, কুতুবদিয়া, টেকনাফ, সেন্ট মার্টিন ও দলআউটপোস্ট শাহপরী সমুদ্র উপকূল থেকে কোস্ট গার্ডের একক এবং র‍্যাবের সমন্বয়ে ১২টি মাদকবিরোধী অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়েছিল। কোস্ট গার্ডের টেকনাফের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সালাহউদ্দিন রশীদ তানভীর এ কথা জানান। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। মাদক পাচার রোধে কোস্ট গার্ডের এমন অভিযান অব্যাহত থাকবে।

কোস্ট গার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ শাহীন মজিদ, কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মো. আসিফ, শ্রীজ্ঞান তঞ্চঙ্গ্যা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সিফাত উল্লাহ তাসনিম আলম, টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট