হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

সৌদিতে সড়ক দুর্ঘটনা: উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ মা-বাবা

লক্ষ্মীপুর প্রতিনিধি

সৌদি আরবের আসির অঞ্চলের আবহা জেলায় সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে লক্ষ্মীপুরের এক যুবক রয়েছেন। নিহত মো. সবুজ হোসেন (২৭) লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরমোহনার দক্ষিণ রায়পুর এলাকার বাসিন্দা। সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিহতের পরিবার নিশ্চিত করেছেন। 

এদিকে সবুজের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ মা-বাবা। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠছে এলাকা। 

সবুজের পরিবার জানায়, সৌদিতে ওমরা পালনে যাওয়ার আগে বাসে উঠে পরিবারের সঙ্গে মোবাইলে কথা বলে দোয়া চেয়েছিলেন সবুজ। এটাই ছিল পরিবারের সঙ্গে তাঁর শেষ কথা। সবুজের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে দাবি জানান তাঁরা। পাশাপাশি ক্ষতিপূরণও চান সবুজের পরিবার। 

নিহতের চাচা বাচ্চু মিয়া বলেন, সবুজের বাবা হারুনুর রশিদ মাছ ব্যবসায়ী। প্রায় ৩ বছর আগে ধার-দেনা করে বড় ছেলে সবুজকে সৌদি আরব পাঠান। তার পাঠানো টাকাতেই পরিবার এখন সচ্ছল। শিগগিরই সবুজ দেশে ফেরার কথা ছিল। এর আগে সে ওমরাহ করবে বলেছিল। কিন্তু ওমরাহ করতে যাওয়ার পথে গত সোমবার বাস দুর্ঘটনায় সবুজ নিহত হয়। মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের কাছে খবর আসে সবুজ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। 

জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। ক্ষতিপূরণ ও মরদেহ দেশে ফিরিয়ে আনতে পরাষ্ট্রমন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা হচ্ছে। নিহতের পরিবারের পাশে জেলা প্রশাসন রয়েছে।

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

‘চিকিৎসা না পেয়ে’ গর্ভের সন্তানের মৃত্যু: চট্টগ্রামে ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা রীতিমতো অবান্তর: চবির উপ-উপাচার্য

ফুটপাতে দোকান চালানো নিয়ে দ্বন্দ্ব, ভাড়াটে খুনি দিয়ে হকারকে হত্যা

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর