হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঘোড়ায় চড়ে দায়িত্ব নিতে গেলেন ইউপি চেয়ারম্যান ও সদস্য

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

ঘোড়ায় ও ঘোড়ার গাড়িতে চড়ে দায়িত্ব নিতে ইউনিয়ন পরিষদে হাজির হলেন এক ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য। তাঁরা হলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সিরাজ উদ্দিন চৌধুরী ও একই ইউনিয়ন পরিষদের সদস্য সেকান্দর চৌধুরী। বৃহস্পতিবার সকালে উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদে ব্যান্ড পার্টি বাজিয়ে মিছিল নিয়ে নেচে-গেয়ে হাজির হন তাঁরা। পুরো আয়োজনটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ প্রচারিত হয়।

এই আয়োজন ইতিমধ্যেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। 

ওই দুজনের মধ্যে ঘোড়ার গাড়িতে করে আসেন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজ উদ্দিন চৌধুরী। ইউপি সদস্য সেকান্দর চৌধুরী আসেন ঘোড়ায় চড়ে। তাঁরা আলাদাভাবে এলেও দুজনের বহরেই ছিল ব্যান্ড পার্টি ও মিছিল। এ সময় কারও মুখেই ছিল না মাস্ক। মানা হয়নি স্বাস্থ্যবিধিও।

৫ মিনিট ৫৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, ঘোড়ার গাড়িতে চড়ে ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন চৌধুরী মিছিল নিয়ে এসেছেন। সামনে ব্যান্ড পার্টির লোকজন। আশপাশে মিছিলে অংশ নেওয়া প্রচুর লোকজন। সবার মাথায় ব্যাজ থাকলেও কারও মুখেই মাস্ক ছিল না। ফেসবুক লাইভে প্রচার করা অন্য একটি ভিডিওতে দেখা যায়, মিছিল নিয়ে ঘোড়ায় চড়ে ইউনিয়ন পরিষদে যাচ্ছেন ইউপি সদস্য সেকান্দর চৌধুরী। এ সময় দুজনেই হাত নাড়িয়ে দর্শকদের অভিবাদন জানান। 

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির