কক্সবাজারের চকরিয়ায় সড়কের গতিরোধকে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে এক মোটরসাইকেল আরোহী তরুণ নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ সোমবার বিকেলে উপজেলার বরইতলী একতাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম জাহেদ মিয়া (২০)। তিনি চকরিয়া পৌরসভার বাঁশঘাটা সড়কের মাস্টারপাড়ার মৃত নুরুল কবিরের ছেলে। আহতদের নাম-ঠিকানা জানা যায়নি।
চিরিংগা হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক ইমন কান্তি চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, তিন আরোহী একটি দ্রুতগতির মোটরসাইকেল নিয়ে পেকুয়া থেকে আসছিলেন। এ সময় বরইতলী একতাবাজার এলাকায় পৌঁছালে গতিরোধকে ধাক্কা খেয়ে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে জাহেদ মারা যান। স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।