হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

অন্য সরকারেরা আসে খাইতে–আমরা আসি দিতে: আইনমন্ত্রী 

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

‘অন্য সরকারেরা আসে খাইতে–আর আমরা (আওয়ামী লীগ) আসি জনগণকে দিতে’ এমন দাবি করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের নৌকার প্রার্থী আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। 

আজ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের হীরাপুর মধ্যপাড়ায় এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন। 

আইন মন্ত্রী আনিসুল হক বলেন, ‘বিএনপি-জামায়াত নির্বাচনে না গিয়ে ট্রেনের বগিতে আগুন দিয়ে নিষ্পাপ শিশুকে পুড়িয়ে অঙ্গার করে। তাদের কোনো মায়া-দয়া নাই। এমন রাজনৈতিক দলের কাছে বাংলাদেশের বর্তমান–ভবিষ্যৎ নিরাপদ নয়।’ 

 ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘অন্য সরকারেরা আসে খাইতে–আর আমরা আসি জনগণকে দিতে। তারা একটা অছিলা খুঁজে নির্বাচন কীভাবে না করা যায়, এই চেষ্টা করে। তারা হরতাল–অবরোধ করে নিরস্ত্র, নিরীহ সাধারণ মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করে।’ 

আইনমন্ত্রী আরও বলেন, ‘বিএনপি-জামায়াত দেশটাকে ধ্বংস করতে চায়, তারা একাত্তরে মানুষ হত্যা করার পাকিস্তান আর্মির যে ট্রেনিং পেয়েছে, সেই ট্রেনিংয়ে ফিরে গিয়ে হত্যাযজ্ঞ চালাতে চায়। কিন্তু এই পথে আমরা আর হাঁটব না।’ 

দক্ষিণ ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মজনু মিয়ার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন–উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল, দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জালাল উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল অহাব প্রমুখ।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু