প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অতিরিক্ত ট্যাবলেট সারা দেশের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হচ্ছে। আজ রোববার রাঙামাটির কাপ্তাই উপজেলার মাধ্যমিক পর্যায়ের ১৩টি স্কুলের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ৭৮টি ট্যাবলেট বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মফিজুল হক।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে বলেন, ‘তরুণ সমাজকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে সরকারের এই কার্যক্রম বিশেষ ভূমিকা রাখবে।’ এ ছাড়া তিনি শিক্ষার্থীদের সঠিকভাবে পড়াশোনা ও শিক্ষণীয় কাজে ট্যাবলেটগুলো ব্যবহারের পরামর্শ দেন ।
বিতরণ অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, পরিসংখ্যান কর্মকর্তা মো. ফজলে রাব্বি মজুমদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরীসহ শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।