হোম > সারা দেশ > খাগড়াছড়ি

মাটিরাঙ্গায় নিখোঁজের চার দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নিখোঁজের চার দিন পর মো. ফারুক হোসেন (১৮) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। গতকাল রোববার রাত ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়নের মথুমগ পাড়া এলাকায় পাহাড়ের একটি ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত মো. ফারুক হোসেন মাটিরাঙ্গার তবলছড়ি ইউনিয়নের হাজীপাড়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। 

নিহতের স্বজনরা জানান, গত বুধবার বিকেলের দিকে দুজন যাত্রী নিয়ে মাটিরাঙ্গা আসার পর ফারুক আর বাড়ি ফেরেননি। এরপর অনেক খোঁজাখুঁজির পরেও পাওয়া যায়নি। তাঁকে হত্যা করা হয়েছে দাবি করেন তাঁরা। 

মাটিরাঙ্গা থানার ওসি মো. জাকারিয়া বলেন, খবর পেয়ে পুলিশ দুর্গম পাহাড়ি এলাকার জঙ্গল থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল