হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে খালে পড়ে অজ্ঞাত ২ শিশু নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের ফিশারিঘাটে একটি খালে পড়ে অজ্ঞাত দুই শিশু নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে ফিশারীঘাটের চাক্তাই খালের স্লুইসগেট এলাকায় ওই দুই শিশু নিখোঁজ হয়।

সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ডুবুরি দল তাঁদের উদ্ধারে অভিযান চালাচ্ছে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ তাৎক্ষণিকভাবে নিখোঁজ দুই শিশুর পরিচয় নিশ্চিত করতে পারেনি।

ফায়ার সার্ভিসের সাব অফিসার জসিম উদ্দিন বলেন, ‘আমরা একজন প্রত্যক্ষদর্শীর বর্ণনা মতে অভিযান চালিয়ে যাচ্ছি। এখনো নিখোঁজ শিশুর অভিভাবক পাওয়া যায়নি।’

তিনি বলেন, প্রত্যক্ষদর্শীর বর্ণনামতে, ওই দুই শিশু স্লুইসগেটের নদীর সাইডে খেলা করছিল। পরে সেখানে পড়ে নিখোঁজ হয়।

প্রত্যক্ষদর্শীরা বলছে, ওই দুই শিশু কর্কশিট নিয়ে খেলা করছিল পানিতে। হঠাৎ তারা পানিতে তলিয়ে যায়।

কোতোয়ালী থানার উপপরিদর্শক বাবলু কুমার পাল আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা খবর পেয়ে এই বিষয়ে খোঁজ নিয়েছি। আমাদের কোতোয়ালী থানাধীন পুরাতন ফিশারিঘাটে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। সম্ভবত সেটা নতুন ফিশারীঘাট এলাকায় হবে। ওটা এরপরও আমাদের অফিসাররা ঘটনাস্থলে রয়েছে। তাঁরা খোঁজ খবর নিচ্ছে।’

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন আজকের পত্রিকাকে বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। তবে শিশু দুটির অভিভাবকদের এখনো পাওয়া যায়নি।

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের