হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে খালে পড়ে অজ্ঞাত ২ শিশু নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের ফিশারিঘাটে একটি খালে পড়ে অজ্ঞাত দুই শিশু নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে ফিশারীঘাটের চাক্তাই খালের স্লুইসগেট এলাকায় ওই দুই শিশু নিখোঁজ হয়।

সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ডুবুরি দল তাঁদের উদ্ধারে অভিযান চালাচ্ছে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ তাৎক্ষণিকভাবে নিখোঁজ দুই শিশুর পরিচয় নিশ্চিত করতে পারেনি।

ফায়ার সার্ভিসের সাব অফিসার জসিম উদ্দিন বলেন, ‘আমরা একজন প্রত্যক্ষদর্শীর বর্ণনা মতে অভিযান চালিয়ে যাচ্ছি। এখনো নিখোঁজ শিশুর অভিভাবক পাওয়া যায়নি।’

তিনি বলেন, প্রত্যক্ষদর্শীর বর্ণনামতে, ওই দুই শিশু স্লুইসগেটের নদীর সাইডে খেলা করছিল। পরে সেখানে পড়ে নিখোঁজ হয়।

প্রত্যক্ষদর্শীরা বলছে, ওই দুই শিশু কর্কশিট নিয়ে খেলা করছিল পানিতে। হঠাৎ তারা পানিতে তলিয়ে যায়।

কোতোয়ালী থানার উপপরিদর্শক বাবলু কুমার পাল আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা খবর পেয়ে এই বিষয়ে খোঁজ নিয়েছি। আমাদের কোতোয়ালী থানাধীন পুরাতন ফিশারিঘাটে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। সম্ভবত সেটা নতুন ফিশারীঘাট এলাকায় হবে। ওটা এরপরও আমাদের অফিসাররা ঘটনাস্থলে রয়েছে। তাঁরা খোঁজ খবর নিচ্ছে।’

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন আজকের পত্রিকাকে বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। তবে শিশু দুটির অভিভাবকদের এখনো পাওয়া যায়নি।

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী