হোম > সারা দেশ > নোয়াখালী

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে হত্যা

প্রতিনিধি, সেনবাগ (নোয়াখালী)

দক্ষিণ আফ্রিকার বলুম পয়েন্টে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে নোয়াখালীর সেনবাগের ইটবাড়িয়া গ্রামের সফিকুর রহমানকে (৪২) সন্ত্রাসীরা হত্যা করেছে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত সফিক সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের মৃত আবদুল বারিকের ছেলে।

জানা গেছে, নিজ ব্যবসাপ্রতিষ্ঠান খোলার সময় সফিককে পেছন থেকে সন্ত্রাসীরা হামলা করে। পরে সংঘবদ্ধ সন্ত্রাসীরা ব্যবসায়ী সফিকুরের নাকে ও মুখে টেপ পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। সকাল ১০টায় আফ্রিকান পুলিশ নিহত সফিকুর রহমানের মৃতদেহ থানায় নিয়ে যায়। 

আজ বুধবার সকাল ১০টায় নিহতের কন্যা পপি আক্তার আজকের পত্রিকাকে জানান, ২০১৫ সালে তাঁর বাবা দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। সেখানে তিনি ব্যবসা করতেন। সেখানকার কালো সন্ত্রাসীরা বারবার চাঁদা নিত। 

গতকাল মঙ্গলবার সকালে দোকান খোলার সঙ্গে সঙ্গেই সাত-আটজন সন্ত্রাসী সশস্ত্র অবস্থায় তাঁর বাবাকে পেছন থেকে আক্রমণ করে এবং মুখে ও নাকে টেপ লাগিয়ে শ্বাসরোধে হত্যা করে। নিহত সফিকুরের স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। 

সমাজকর্মী জামাল হোসেন কচি জানান, ৫ সেপ্টেম্বর রোববার নিহতের বড় ভাই আবদুল জলিল অসুস্থ হয়ে ঢাকায় ইন্তেকাল করেন। তিন দিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যুতে পরিবারসহ স্বজনদের মধ্যে চলছে মাতম। 

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে