হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

এক বছর পর পরিচয় মিলল ট্রেন থেকে হারিয়ে যাওয়া শিশুর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

এক বছর পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়া সেই শিশুটির পরিচয় মিলেছে। আজ সোমবার দুপুরে শিশুটিকে তার পরিবারের কাছে বুঝিয়ে দেয় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। 

হাসপাতাল সূত্রে জানা যায়, ২০২১ সালের ৩ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের বৈকণ্ঠপুর এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে যায় শিশুটি। আশুগঞ্জ থানা-পুলিশ রেললাইনের পাশ থেকে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। শারীরিক অবস্থার অবনতি দেখে শিশুটিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ২৫ দিন পর শিশুটির জ্ঞান ফেরে কিন্তু সে বাক্শক্তি হারিয়ে ফেলে এবং মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। 

হাসপাতালের সার্জারি বিভাগে শিশুটির তখন চিকিৎসা চলছিল। সেখানে হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী উজ্জ্বল খান শিশুটিকে লালনপালন করছিলেন। এক বছরেও শিশুটির পরিবারের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। আজ সোমবার সকালে শিশুটির মা ও নানি হাসপাতালে এসে তাকে শনাক্ত করেন। পরিচয় হিসেবে জন্মনিবন্ধন ও মায়ের সঙ্গে থাকা একটি ছবি দেখান তাঁরা। যাচাইবাছাই করে দুপুরে শিশুটিকে তার মায়ের হাতে তুলে দেওয়া হয়। 

শিশুটির নানি আমিনা বেগম বলেন, শিশুটির নাম শরীফ মিয়া। সে চান বানুর একমাত্র সন্তান। তিনি বলেন, ‘শরীফ নিখোঁজ হওয়ার পর অনেক জায়গায় খোঁজ করেছি। দীর্ঘদিন পর হাসপাতালে এসে তার সন্ধান পেলাম।’ 

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ওয়াহীদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, শিশুটিকে নিজের সন্তানের মতো হাসপাতালের এক স্টাফ লালনপালন করছিলেন। তার পরিচয় নিশ্চিত হওয়ার পর শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

শিশুটিকে লালনপালন করা হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী উজ্জ্বল খান আবেগাপ্লুত হয়ে বলেন, ‘শরীফকে নিজের সন্তানের চেয়েও বেশি স্নেহ করেছি। তার প্রতি আমার ভালোবাসা উজাড় করে দিয়েছি। এখন তার পরিবার নিতে এসেছে। মায়ের কাছে তো তার সন্তানকে ফিরিয়ে দিতেই হবে। দোয়া করি সে যেন সব সময় ভালো থাকে।’ 

পরিবারের কাছে হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ওয়াহীদুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, হাসপাতালের আবাসিক চিকিৎসক হিমেল খান প্রমুখ। 

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির